Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

.কম ডোমেইন 450 টাকা মাত্র!

ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে যেদিন সরকারী ছুটি ঠিক ঐ দিন সারাদিন ব্যাপী চলবে .কম ডোমেইনে ৫০% ডিস্কাউন্ট!
❏ এটা কোন কোম্পানীর প্রোমো ডোমেইন নয়। শুধু মাত্র BDWEBS-এর রেগুলার ডোমেইন থেকে ৫০% ডিস্কাউন্ট দেয়া হবে।

❏ একজন ইউজার ১টি ডোমেইন কিনতে পারবেন। একাধিক ডোমেইন প্রয়োজ্য নয়।

❏ ঐ দিনেই ১ জিবি হোস্টিং মাসিক মাত্র ১২টায় কিনতে পারবেন। যা ১ বছর পর্যন্ত ১২ টাকায় পেমেন্ট করা যাবে। এর পর রেগুলার প্রাইস ১২৫০ প্রযোজ্য।

❏ ডোমেইন রিসেলার প্যানেলে ঐ দিন, সারাদিন ব্যাপী .কম ডোমেইন ৬৫০ টাকায় যতগুলো খুশি কিনতে পারবেন।

❏ অফারটি থাকবে, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমুয়ার দিন মাগরীবের নামাযের পূর্ব পর্যন্ত। মুলতঃ যে সময় আবরী মাসের ১২ তারিখ ঐ সময়ের জন্য অফারটি।

এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন।

→ ডোমেইনের জন্য কোন কোপন কোড লাগবে না। সঠিক সময়ের মধ্যে ডোমেইন কিনলে ডিস্কাউন্ট দেখাবে।

→ ১২ টাকায় হোস্টিং পেতে এই কোপন কোডটি ব্যবহার করুন- Only12Tk

✕ বিঃ দ্রঃ ঐ দিন আমাদের অফিস ১২ শরীফ উপলক্ষে ছুটি থাকবে। সার্ভিস অটো চলবে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলে অটো সার্ভিস একটিভ হবে।

ফোনে অথবা টিকেট করে সার্ভিস নেওয়ার জন্য অপেক্ষা করা যাবে না।
BDWEBS.com

✆ 01721495878

Share This:

Updated: 24/10/2020 — 1:51 PM
Domain Hosting Market © 2015