জুমলার এডমিন ব্যাকইন্ডের ইউজার নাম বা পাসওয়ার্ড ভুলে গেলে হয়রান হবার কিছূ নেই কারন এটা উদ্ধার করা বেশ সহজ।নিচে বর্ননা দেয়া হল
১. প্রথমে জুমলার ডেটাবেসটিতে যান যেমন যদি লোকালহোস্টে করেন তাহলে http://localhost/phpmyadmin এ গিয়ে আগে জুমলার ডেটাবেসটি সিলেক্ট করুন আর যদি পাবলিক সার্ভারে হয় তাহলে সিপ্যানেল থেকে phpmyadmin আইকনে ক্লিক করে এরপর ডেটাবেসটি সিলেক্ট করুন।