আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। ভিডিও এডিটিং করবেন ভাবছেন? বাট এডির্টি্ং সম্পর্কে কোন আইডিয়া নেই তাহলে আপনি আমার টিউনটি দেখুন। আশা করি ভিডিও এডিটিং সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন। আমরা অনেকেই আছি যাদের ইউটিউব চ্যানেল আছে, অনেকেই শখের বশে, আবার অনেকেই আয় করার জন্য। আবার অনেকেই সামান্য এডিটিং করার জন্য অন্যের পিছনে ঘুরতে হয়।
তাই বেসিক লেভেলের ইউজারদের কথা চিন্তা করে আজ আমি টিউন করতে বসেছি। আর যে কোন কাজ জানা থাকলেও নিজের প্রতি কনফিডেন্স পাবেন। ভিডিও এডিটিং এর জন্য যে ভালো মানের সফটওয়ার পাওয়া যায় সেগুলো ইউজ এবং ইনিষ্টল করা একটু ডিফিকাল্ট। যে প্রবলেম গুলি আমি প্রথমে সাফার করেছিলাম। বাট আমি আজ যে সফটওয়ার দিয়ে কাজ করব এটা যে কেউ ইউজ করতে পারবেন। সফটওয়ারটার নাম মুভ ভিডিও এডিটর।
ভিডিও কিভাবে এডিট করবেন আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখুন তারপর ও যদি বুঝতে প্রবলেব হয় আমাকে জানাবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। আর যারা ইউটিউব বা ইন্টানেট থেকে আর্ন করতে চান কোন গাইড লাইন পাচ্ছেননা, কিভাবে শুরুকরবেন, কি দিয়ে শুরু করবেন, খুজে পাচ্ছেন না। আপনারা জানতে চাইলে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাজেশান দিবো আশা করি অনেকেই উপকৃত হবেন।
অনেক কথা হলো চলুন ভিডিও এডিটিং এর ধাপ গুলি দেখে নেই।
১।প্রথমে আপনি যেকোন ভিডিও এডিটিং সফটওয়ার ইনিষ্টল করে ওপেন করুন।
২।তারপর যেই ভিডিওটা এডিট করবেন ওটা ড্রাগ করে নিয়ে আসুন।
৩। এরপর স্যাম্পল ভিডিও থেকে ভিডিও ইন্ট্রো এবং আউট্রো দিন।
৪। কোন লেখা এড করতে চাইলে টাইটেল থেকে লেখা এড করুন।
৫। ভিডিওর কালার দিতে চাইলে ভিডিওটি সিলেক্ট করে কালার এডজাষ্টমেন্ট থেকে নিজের ইচ্ছামত কালার দিয়ে নিন।
৬। অডিও টা এডিট করতে চাইলে সিলেক্ট করে এডিট করে নিন।
৭। সবশেষে এক্সপোর্ট থেকে আপনি যেই ফরমেটে চান সেই ফরমেটে সেভ দিন।