Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

মাস্টারকার্ড

মাস্টারকার্ড- পেপালের মত পেমেন্ট প্রসেসিং কোম্পানিগুলি আমাদের মত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে বাজে সার্ভিস দেয়, তার কথা আমরা সবাই কম বেশি জানি। এই গ্লোবাল পেমেন্ট প্রসেসর কোম্পানি মাস্টারকার্ড, ইন্ডিয়া বাদে অন্যান্য দক্ষিন এশিয়ার দেশগুলোতে (বাংলাদেশসহ) কখনোই খুব একটা ভাল সার্ভিস দেয়নি। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের সাহায্যে আন্তর্জাতিক পেমেন্ট, আমরা বরাবরই ভুক্তভোগী। বিশেষ করে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি সমস্যায় পরে থাকি। এই জন্য দেখি যে অনেকেই হয়ত বাংলাদেশ সরকারি রীতি-নীতি, ব্যাংকিং ব্যবস্থার সীমাবদ্ধতা ইত্যাদি বিষয়কে দায়ী করে থাকেন। কিন্তু আমি বলব এখানে পেমেন্ট প্রসেসরগুলোর আগ্রহের অভাবই হল মূল কারন। আমাদের আগ্রহের কমতি কখনও হয়নি। সামনেও হবে না! কিন্তু কবে তারা এই বিষয়ে এগিয়ে আসবে- সেই অপেক্ষায় আছি।
মাস্টারকার্ড নিয়ে আমাদের দেশে কঠিন বাস্তবতার স্বরূপ

দিনের পর দিন এদেশে ফ্রিল্যান্সার এর সংখ্যা বেড়েই চলছে, কারন বাইরের আউটসোর্স করা ফার্মগুলির কাছে বাড়ছে এদেশের ফ্রি ল্যান্সারদের কদর। তাই অনলাইনে পেমেন্টের সু-ব্যবস্থার দাবী আমরা বহু আগে থেকেই করে আসছি। কিন্তু আন্তর্জাতিক পেমেন্ট সংস্থাগুলির কাছে আমরা উপক্ষিত থেকে গেছি সব সময়।

পেপাল বেশ কয়েকবার আসবে আসবে বলে শোনা গেছে। পেপার পত্রিকা রিপোর্টে সয়লাব, ফ্রি ল্যান্সারের মুখেও হাসি। কিন্তু শেষ পর্যন্ত আশার গুড়েবালি!
পেওনিয়ার মাস্টারকার্ড বাংলাদেশকে আওতাভুক্ত করেছে ঠিকই, কিন্তু তাদের কার্ড আমাদের জন্য বড়ই এক্সপেনসিভ! বছরে ৩০ ডলার করে চার্জ দেওয়ার মত ক্ষমতা কয়জনের আছে বলুন? তাছাড়া এটিএম বুথ থেকে লেনদেনের জন্য প্রতিবার সাড়ে তিন ডলার চার্জ! ডাকাতি কাজ কারবার!
আমেরিকান এক্সপ্রেস কার্ড সম্পর্কে আমার ধারনা কম, তবে যা শুনেছি লোকমুখে তাতে করে ভরসা পাইনি।
আর মূল গ্লোবাল কোম্পানি মাস্টারকার্ড এর বাংলাদেশে সার্ভিস একদমই বাজে।

তবে একটা জিনিস আপনারা জানেন কি না জানি না- পেওনিয়ার, আমেরিকান এক্সপ্রেসের মত আরও অনেক কার্ড সার্ভিস যেমনঃ এস্ট্রো পে কার্ড, এন্ট্রো পে কার্ড, ভার্জিন মানি কার্ড- এগুলো সবই মূল মাস্টারকার্ড কোম্পানির কাছ থেকে প্রসেসিং রাইট কিনে নিজ নামে বিজনেস করছে!
মাস্টারকার্ড দিয়ে বাংলাদেশ থেকে অনলাইনে পেমেন্ট করা নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা

আমি অনলাইনে অনেক ধরনের বিজনেসের সাথে বহু আগে থেকেই জড়িত। বেশ কিছু ইংলিশ ব্লগসাইট আছে যেগুলো অ্যালেক্সা র‍্যাংকিং এ ১ লাখের নিচে আছে। ওখান থেকে এডের মাধ্যমে টাকা আসে। আমি কিছু সার্ভিস সেল করি অনলাইনে, সেখান থেকে টাকা আসে। ফ্রিল্যান্সিং লেখালেখি করি ফিন্যান্স এবং ইকোনমি নিয়ে। ফরেক্স বিজনেসের সাথেও এককালে জড়িত ছিলাম। তবে এখন আর করি না, দুই নাম্বারি দেখতে দেখতে চোখ পচে গেছে। তো যাই হোক, অনলাইনে পেমেন্ট করা, কোন সার্ভিসের জন্য সাবস্ক্রাইব করা, অনলাইনে আয়কৃত ডলার থেকে টাকায় ভাঙ্গানো- এই ধরনের কাজে কখনোই আমার তেমন কোন সমস্যার মুখে পড়তে হয়না।

কিন্তু একটা সমস্যা প্রায়শই ফিল করি- বাংলাদেশ থেকে বাইরে হঠাৎ করে পেমেন্ট করার প্রয়োজন হলে ডলার খুঁজে পাই না। ফ্রি ল্যান্সারদের কাছ থেকে ডলার কিনে সেই ডলার মাস্টারকার্ডে নিয়ে তারপর পেমেন্ট করতে হয়। এই জন্য একে তাকে ফোন দিয়ে, অনলাইনে টিউন করে – মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। দুই একবার প্রতারনার ফাঁদে পড়েছি। আমি টাকা পেমেন্ট করে দিয়েছি কিন্তু যাকে দিয়েছি সে আমাকে ডলার দেয়নি! অনেক ভাল ভাল বিজনেস অপরচুনিটি নস্ট হয়েছে আমার এই করে। খুব হতাশ হয়ে ভাবতাম- ইস যদি নগদে টাকা দিয়ে মাস্টারকার্ডের ডলার কেনার কোন কায়দা থাকত! অথবা ব্যাংকের মাধ্যমে মাস্টারকার্ডে ডিপোজিট করা যেত… অথবা বিকাশে… কার্ড অথোরিটিগুল একটু এগিয়ে এলেই হয়ত এধরনের একটা সিস্টেম তৈরি হত।
কিউ মাস্টারকার্ড এর সাথে আমার পরিচয়ঃ

মাস্টারকার্ড বাংলাদেশবাংলাদেশ থেকে টাকা লোড করার সমস্যাগুলোর সমাধানের চেস্টা থেকেই আমার Q মাস্টারকার্ডের সাথে পরিচয়। একদিন ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলাম- “বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে মাস্টারকার্ডে টাকা লোড করে অনলাইনে পেমেন্ট করুণ”। আমি তো অবাক! এই সিস্টেম কবে চালু করল মাস্টারকার্ড? বিজ্ঞাপনটা ভাল করে দেখতেই বুঝলাম- এটা মূল মাস্টারকার্ড কোম্পানি নয়, এরা পেওনিয়ার এর মতই মাস্টারকার্ড থেকে প্রসেসিং সার্ভিস কিনে বিজনেস করা এক কোম্পানি Qকার্ড। কার্ডটির এক এক যায়গায়, এক এক নাম দেখছি। কোথাও বলা হচ্ছে- মাস্টারকার্ড বাংলাদেশ। Qcard, কোথাও বলা হচ্ছে QMasterCard, কোথাও বা বলা হচ্ছে Master Qcard. সাইটের ডোমেইন নেইম হচ্ছেঃ mastercards.co। শুরুতে একটু সন্দিহান হয় পড়লাম আমি। এই ধরনের একটা কার্ড আমাদের দেশে সার্ভিস শুরু করেছে, কিন্তু তেমন কোন নাম শুনিনি বলে। কিন্তু খোঁজ খবর নিয়ে বুঝলাম- হয়ত কোনভাবে আমার চোখ এড়িয়ে গেছে, কারণ তারা বেশ জোরে সোরেই কার্জক্রম শুরু করেছে বাংলাদেশে! অনেক মার্কেটিং আর ব্রান্ডিং করছে অনলাইনে। বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে তাদের কার্যক্রম উদ্বোধনের নিউজ ছাপা হয়েছে। এবার আমি একটু আগ্রহী হয়ে উঠলাম।
কিউ মাস্টারকার্ড বাংলাদেশ এর যাত্রা যেভাবে শুরুঃ

আমি ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখলাম যে Qcard মূলত একটি নিউজিল্যান্ডের কোম্পানি, যাদের ইউএসএ তে হেড অফিস। আরও ঘাঁটাঘাঁটি করে বুঝলাম এরা আসলে অনেকটা ফ্যাঞ্চাইজ ভিত্তিতে বিজনেস করছে বিশ্বের বিভিন্ন দেশে। মূল কিউকার্ড কোম্পানি তাদের হয়ত কিছু লজিকাল ও টেকনিকাল সাপোর্ট দিচ্ছে। কেএফসি কিংবা পিৎযা হাট যেভাবে বাংলাদেশে বিজনেস করছে, অনেকটা তেমনই। আমার ধারনা যে, বাংলাদেশে চালু হওয়া কিউকার্ড কোম্পানি মূলত নিউজিল্যান্ডের কিউকার্ড কোম্পানির একটি ফ্রাঞ্চাইস বিজনেস।
একটি কিউ মাস্টারকার্ড পাওয়ার জন্য যা যা করতে হবে আপনাকেঃ

প্রথমে কিউকার্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ওয়েবসাইট এড্রেসঃ www.mastercards.co। রেজিস্ট্রেশন করার পর আপনি ইউজার ক্যাবিনেটে লগইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার ক্যাবিনেটে সমস্ত অপশন পাবেন। এখান থেকে আপনি এক বা একাধিক কার্ড অরডার করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, লেনদেনের হিস্টোরি দেখতে পাবেন- আরও অনেক কিছু। ক্যাবিনেটে সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। কার্ডের ব্যবহার, কার্ডের লিমিটেশন, ইত্যাদি তথ্যও পাবেন। নিঃসন্দেহে খুব সুন্দর একটা অটোম্যাটিক সিস্টেম। এবং ব্যবহারও খুব সহজ। তবে এখানে মূল যে দুটি বিষয় আপনার জানার দরকারঃ

১. বাংলাদেশে তারা কোন প্ল্যাস্টিক মাস্টারকার্ড দিচ্ছে না। তারা একটি ভার্চুয়াল মাস্টারকার্ড দিচ্ছে যা একটি প্ল্যাস্টিক কার্ডের মত করেই ব্যবহার করা যাবে। এই কার্ড দিয়ে ব্যাংকে ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা উইথড্র করা যাবে। কিন্তু সমস্যা একটাই- এটিএম বুথ থেকে উত্তোলন করা যাবে না।

২. আপনি ইউজার ক্যাবিনেটে লগ ইন করার পর আপনাকে কমপক্ষে ৪০ ডলার ডিপোজিট করতে হবে কার্ডের রিকোয়েস্ট করার জন্য। এই ৪০ ডলার হচ্ছে কার্ডের ইস্যু ফি। অন্য কোন মাস্টারকার্ড কোন প্রকার ইস্যু ফি রাখে না। কিন্তু তারা রাখে। তবে আশার কথা হচ্ছে – এই ফি হচ্ছে এক কালীন ফি। কার্ডের জন্য কোন প্রকার মেইন্টেন্যান্স চার্জ আপনাকে দিতে হবে না। অর্থাৎ মাসিক বা বাৎসরিক কোন ফি নেই। লেনদেনের ক্ষেত্রেও কোন প্রকার ফি দিতে হচ্ছে না। পেওনিয়ার থেকে লেনদেনে অনেক চার্জ রাখে, বছরে ৩০ ডলার ফি কাটে! এখানে তা নেই।
টাকা ডিপোজিটের এবং উত্তোলনের উপায়ঃ

কিউকার্ডের যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভাল লাগবে, তা হল- টাকা ডিপোজিটের কিংবা উইথড্র করার একদম সহজ ব্যবস্থা। অন্যান্য মাস্টারকার্ডে আপনি এই সুবিধা কোন অবস্থাতেই পাবেন না! আপনি চাইলে আপনার কার্ডে বিকাশ, মোবাইল ব্যাংকিং অথবা লোকাল ব্যাংক থেকে ট্রান্সফারের মাধ্যমে টাকা ডিপোজিট বা উত্তোলন করতে পারবেন। তবে পরিমানের কিছু সত্ত্ব আছে। নিচে সে সত্ত্বগুলো দেয়া হচ্ছেঃ
কিউ মাস্টারকার্ড দিয়ে লেনদেনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাঃ

কিউকার্ড এর লেনদেনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতার কারন জিজ্ঞেস করলে তারা বলে কোম্পানির রুলস। কিন্তু আমার ধারনা সম্ভবত অনুমোদন পাওয়ার জন্য কিছু শর্ত দেয়া হয়েছে তাদেরকে। সেই কারনে এই প্রবলেমগুলো হচ্ছে। প্রতিবন্ধকতাগুলো হচ্ছেঃ
১. বাংলাদেশ থেকে শুধুমাত্র ভার্চুয়াল কার্ড ক্রয় করা যাবেঃ

খুব সম্ভবত কিউ মাস্টারকার্ড বাংলাদেশ এখনও প্ল্যাস্টিক কার্ডের সাথে বাংলাদেশের এটিএম বুথ সিস্টেমের সিংক্রোনাইজ বা লজিকাল সাপোর্ট এর কাজ করতে পারেনি। অথবা এটিএম বুথ ব্যবহারের অনুমোদন নেওয়া ও এই সংক্রান্ত টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করা- এই বিষয়গুলি নিয়ে তারা এখনও কাজ শেষ করতে পারেনি। তাই বাংলাদেশে তারা নিজেদের প্ল্যাস্টিক কার্ড চালু করতে পারেনি। ফলে বাংলাদেশ থেকে শুধু মাত্র ভার্চুয়াল কার্ড দিতে পারছে তারা। অবশ্য এই কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলা বাদে আর সমস্ত লেনদেনই করা যাবে।
২. এক লেনদেনে ফান্ড ডিপোজিটের সর্বোচ্চ পরিমানঃ ৩০০ ডলার

একটা পেমেন্ট প্রসেসিং কোম্পানি অবশ্যই চাইবে তার গ্রাহকেরা বেশি বেশি পেমেন্ট করুক একজন আরেকজনকে। এইজন্য তারা উৎসাহিত করবে। কিন্তু কিউকার্ড অনুৎসাহিত করে দেখলাম। এই যেমন তাদের সর্বোচ্চ লেনদেনের পরিমান ৩০০ ডলার। অর্থাৎ আপনি একবার লেনদেনে ৩০০ ডলার এর বেশি লোড করতে পারবেন না।
৩. মাসিক লেনদেনের সর্বোচ্চ পরিমানঃ ১০০০ ডলার

একদেনে ৩০০ ডলারের বেশি লোড যায় না, এটা খুব একটা বড় কোন সমস্যা নয়। কারন ৩০০ ডলারের বেশি এক লেনদেনে খরচ করে অনলাইনে এমন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু মাসিক লেনদেন সীমাটা খুব ভোগায়। বিশেষ করে আমার মত বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে ১০০০ ডলার এর সীমা থাকলে মহা মুশকিল। এই প্রবলেমটার কারনে কিউকার্ড নেয়াটা আমার জন্য অনেক ক্ষেত্রেই “যেই লাউ সেই কদু” হয়েছে। ফেসবুকে বিজ্ঞাপন, প্রডাক্ট কেনা- এই ধরনের টুকটাক লেনদেন যারা করেন তাদের ক্ষেত্রে অবশ্য কোন সমস্যা হবেনা।
কিউ মাস্টারকার্ড কাদের জন্য উপযোগী?

কিউকার্ড মূলত অনলাইনে যারা বিজনেস করেন, তাদের জন্য উপযোগী। মুল কিউকার্ড দিয়ে অনলাইনে প্রায় সব ধরনের লেনদেন করা যায় কিন্তু বাংলাদেশে তারা কেবল কয়েকটি কাজের জন্য কার্ড প্রদান করছে। এর কারনটা আমার সঠিক জানা নেই। তাদের সাথে যোগাযোগ করার পর জানা গেল যে বাংলাদেশ থেকে সব ধরনের অনলাইনে লেনদেন করার অনুমোদন পাওয়া যায়নি। তবে যেসব কাজে কোন বাধা ছাড়াই লেনদেন করা যাবে, তা হল-

১. অনলাইনে ডোমেইন কিংবা হোস্টিং কেনার জন্য পেমেন্ট করা (goDaddy, Hostgator, Bluehost ইত্যাদি প্রভাইডার থেকে।)

২. অনলাইনে গ্লোবাল ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করা (Amazon, eBay, Alibaba ইত্যাদি ওয়েবসাইট থেকে)

৩. ফেসবুক কিংবা গুগলে বিজ্ঞাপন দেওয়া (facebook boost, banner advertising, google Adword advertising ইত্যাদি)
কিউ মাস্টারকার্ড নিয়ে আমার ব্যক্তিগত মতামতঃ

স্বল্প পরিসরে শুরু করলেও বুঝতে পারছি যে কিউ মাস্টারকার্ড বাংলাদেশ এর এখানে কাজ করার সুদূর-প্রসারী পরিকল্পনা আছে। আমি ব্যক্তিগত ভাবে খুশি। এখন পর্যন্ত খুব ফেয়ার সার্ভিস দিয়েছে। কারও সাথে কাজ করতে গিয়ে কথা এবং কাজের মিল পেলে আমার খুব ভাল লাগে। তাই অনেক বিষয়ে টুক টাক ঝামেলা হলেও, আমি কিউকার্ড নিয়ে সন্তুস্ট। অন্তত মাস্টারকার্ড বা পেওনিয়ার থেকে তো অবশ্যই বেটার। আপনারা যারা অনলাইনে পেমেন্ট আদান প্রদান ও অন্যান্য লেনদেন করতে আগ্রহী কিন্তু সহজে করতে পারছেন না, তাদেরকে আমি রিকমেন্ড করব Q মাস্টারকার্ড এ রেজিস্ট্রেশন করে, ড্যাশবোর্ডে লগ ইন করুণ। তাদের প্রসেসিং সিস্টেমটা ভাল করে চেক করে দেখুন। ভালভাবে যাচাই করে নিয়ে, বুঝে শুনে ডিপোজিট করে কার্ডের জন্য আবেদন করবেন।

Share This:

Updated: 06/11/2023 — 10:33 PM

156 Comments

  1. rhondacaringmom online dating: free online adult dating site – best site for online dating

  2. reputable canadian online pharmacies buying drugs from canada

  3. propecia without rx cheap propecia without dr prescription

  4. best medication for ed: ed drugs list – best ed treatment

  5. buy cheap amoxicillin online amoxicillin brand name – order amoxicillin 500mg

  6. amoxicillin 500 mg brand name how to buy amoxicillin online – buy amoxicillin online with paypal

  7. Drugs information sheet.
    cheap mobic without rx: how to get generic mobic no prescription – how can i get mobic
    Get here.

  8. how can i get cheap mobic online: can you buy generic mobic without a prescription – buy cheap mobic for sale

  9. best ed medications natural remedies for ed ed drug prices

  10. https://pharmacyreview.best/# best canadian online pharmacy

  11. canadian pharmacy 365 canadian pharmacy ed medications

  12. top ed pills: male ed pills – erectile dysfunction medicines

  13. drugs for ed: medication for ed dysfunction – top rated ed pills

  14. canadian pharmacy com pharmacy in canada

  15. Get here.
    get generic propecia online buy propecia pills
    Drugs information sheet.

  16. https://pharmacyreview.best/# canadian valley pharmacy

  17. cheap ed drugs new ed drugs best ed pills non prescription

  18. can you buy cheap mobic without prescription: get cheap mobic without insurance – where buy cheap mobic without a prescription

  19. vipps approved canadian online pharmacy canadian pharmacy ltd

  20. can i buy mobic tablets: where to get cheap mobic tablets – where to get mobic without dr prescription

  21. generic ed drugs new treatments for ed cheapest ed pills

  22. best online pharmacies in mexico: purple pharmacy mexico price list – medication from mexico pharmacy

  23. cheapest online pharmacy india: reputable indian online pharmacy – Online medicine order

  24. canadian pharmacy: canadian pharmacy no scripts – canadian pharmacy

  25. buying from online mexican pharmacy: mexican mail order pharmacies – mexican rx online

  26. reputable mexican pharmacies online: buying prescription drugs in mexico – mexican rx online

  27. canadian family pharmacy: buy prescription drugs from canada cheap – is canadian pharmacy legit

  28. http://indiamedicine.world/# pharmacy website india

  29. https://mexpharmacy.sbs/# mexican pharmaceuticals online

  30. best canadian pharmacy online: legitimate canadian pharmacies – canadian pharmacy checker

  31. https://mexpharmacy.sbs/# buying from online mexican pharmacy

  32. www canadianonlinepharmacy: canadian pharmacy world – canadian pharmacy ed medications

  33. online canadian pharmacy: canadianpharmacyworld – canadian discount pharmacy

  34. https://mexpharmacy.sbs/# mexican drugstore online

  35. https://mexpharmacy.sbs/# mexican drugstore online

  36. buying prescription drugs in mexico online: mexico pharmacies prescription drugs – mexican mail order pharmacies

  37. п»їbest mexican online pharmacies: mexican pharmaceuticals online – buying prescription drugs in mexico

  38. my canadian pharmacy rx: legitimate canadian mail order pharmacy – legal canadian pharmacy online

  39. buy ivermectin pills ivermectin generic name ivermectin cream cost

  40. buy zithromax online with mastercard: zithromax prescription – zithromax online usa no prescription

  41. zithromax 500mg price in india: generic zithromax over the counter – how much is zithromax 250 mg

  42. zithromax price south africa azithromycin zithromax zithromax capsules australia

  43. https://gabapentin.pro/# neurontin generic south africa

  44. neurontin 600 mg pill: neurontin brand name 800mg – buy cheap neurontin online

  45. http://gabapentin.pro/# neurontin generic brand

  46. where to buy ivermectin pills ivermectin 3mg tablets price purchase ivermectin

  47. impotence pills: ed pills gnc – cheapest ed pills online

  48. Over the counter antibiotics for infection: buy antibiotics from canada – get antibiotics without seeing a doctor

  49. https://ed-pills.men/# best ed pills non prescription

  50. paxlovid india: paxlovid covid – п»їpaxlovid

  51. http://lisinopril.pro/# lisinopril brand name in usa

  52. https://misoprostol.guru/# Cytotec 200mcg price

  53. http://misoprostol.guru/# cytotec abortion pill

  54. https://certifiedcanadapills.pro/# best rated canadian pharmacy

  55. indian pharmacy paypal: india pharmacy – indian pharmacy paypal

  56. canadian world pharmacy buy canadian drugs canadian drugs

  57. online shopping pharmacy india: top 10 online pharmacy in india – п»їlegitimate online pharmacies india

  58. top 10 pharmacies in india: Online pharmacy India – best india pharmacy

  59. top 10 online pharmacy in india: india online pharmacy – india online pharmacy

  60. india online pharmacy: reputable indian pharmacies – top 10 pharmacies in india

  61. pharmacies in canada online pharmacy no presc best online pharmacies reviews

  62. http://onlineapotheke.tech/# online apotheke deutschland

  63. https://edpharmacie.pro/# Pharmacie en ligne livraison rapide

  64. Acheter mГ©dicaments sans ordonnance sur internet: п»їpharmacie en ligne

  65. https://itfarmacia.pro/# farmacia online senza ricetta

  66. farmacias online seguras: comprar viagra sin receta – farmacia online madrid

  67. https://edapotheke.store/# online apotheke preisvergleich

  68. A pharmacy that prioritizes global health. india pharmacy: indian pharmacy paypal – mail order pharmacy india

  69. mexican mail order pharmacies: pharmacies in mexico that ship to usa – pharmacies in mexico that ship to usa

  70. buying prescription drugs in mexico online: reputable mexican pharmacies online – mexico drug stores pharmacies

  71. Online medicine order: best online pharmacy india – indian pharmacy

  72. A touchstone of international pharmacy standards. indian pharmacy paypal: indianpharmacy com – online shopping pharmacy india

  73. best canadian pharmacy: canada pharmacy reviews – canadian pharmacy 24

  74. purple pharmacy mexico price list: buying prescription drugs in mexico online – buying prescription drugs in mexico online

  75. Quick turnaround on all my prescriptions. canadian pharmacy 24 com: reliable canadian pharmacy reviews – canadian drug prices

  76. Speedy service with a smile! india pharmacy: online shopping pharmacy india – india online pharmacy

  77. buying prescription drugs in mexico: п»їbest mexican online pharmacies – mexico drug stores pharmacies

  78. india pharmacy: indianpharmacy com – top online pharmacy india

  79. canadian medications: canadian pharmacy ltd – canadian pharmacy prices

  80. canada drugs online reviews: buy drugs from canada – onlinecanadianpharmacy 24

  81. Actual trends of drug. https://azithromycinotc.store/# where can i buy zithromax uk

  82. zithromax online pharmacy canada buy Z-Pak online zithromax antibiotic

  83. The ambiance of the pharmacy is calming and pleasant. http://edpillsotc.store/# best drug for ed

  84. doxycycline 500mg buy doxycycline price of doxycycline 100mg

  85. Global reach with a touch of personal care. https://edpillsotc.store/# medications for ed

  86. Read information now. https://azithromycinotc.store/# zithromax capsules australia

  87. Their global distribution network is top-tier. https://indianpharmacy.life/# pharmacy website india

  88. Consistently excellent, year after year. https://drugsotc.pro/# best canadian online pharmacy

  89. mexico pharmacy best online pharmacy in Mexico п»їbest mexican online pharmacies

  90. They have an extensive range of skincare products. http://indianpharmacy.life/# buy medicines online in india

  91. They’re at the forefront of international pharmaceutical innovations. https://mexicanpharmacy.site/# mexico drug stores pharmacies

  92. I’m impressed with their commitment to customer care. https://mexicanpharmacy.site/# п»їbest mexican online pharmacies

  93. foreign pharmacies com: buy medications online no prescription – online india pharmacy

  94. A reliable pharmacy in times of emergencies. http://canadapharmacy.cheap/# canada discount pharmacy

  95. medicine in mexico pharmacies and mexico pharmacy online – mexican drugstore online

  96. п»їbest mexican online pharmacies and pharmacy in mexico – mexico drug stores pharmacies

  97. canadian neighbor pharmacy: reputable canadian online pharmacies – 77 canadian pharmacy

  98. top online pharmacy india: online pharmacy india – mail order pharmacy india

  99. canadian neighbor pharmacy: canadian pharmacy pro – canadian pharmacy ltd

  100. canada rx pharmacy: online canadian drugstore – www canadianonlinepharmacy

  101. http://indiapharmacy24.pro/# Online medicine order

  102. http://valtrex.auction/# valtrex tablets price

  103. minocycline medication: buy minocycline 50 mg online – ivermectin 500ml

  104. where can i buy stromectol: stromectol canada – stromectol 3 mg dosage

  105. https://mobic.icu/# how can i get generic mobic no prescription

  106. order mobic no prescription: cheap meloxicam – where can i get mobic prices

  107. paxlovid for sale: buy paxlovid online – paxlovid generic

  108. Kamagra 100mg sildenafil oral jelly 100mg kamagra Kamagra 100mg price

  109. https://viagra.eus/# Cheap generic Viagra

  110. http://kamagra.icu/# sildenafil oral jelly 100mg kamagra

  111. https://cialis.foundation/# Cialis over the counter

  112. http://cialis.foundation/# Cialis without a doctor prescription

  113. Cheap Levitra online Levitra 10 mg best price Generic Levitra 20mg

  114. http://levitra.eus/# Cheap Levitra online

  115. Kamagra Oral Jelly Kamagra Oral Jelly Kamagra 100mg

  116. http://kamagra.icu/# Kamagra 100mg price

  117. http://levitra.eus/# Levitra 20 mg for sale

  118. sildenafil oral jelly 100mg kamagra super kamagra Kamagra 100mg price

  119. https://kamagra.icu/# Kamagra 100mg price

  120. Levitra tablet price Levitra 20 mg for sale Vardenafil online prescription

  121. http://viagra.eus/# over the counter sildenafil

  122. https://kamagra.icu/# Kamagra 100mg price

  123. Tadalafil Tablet Tadalafil Tablet Cialis 20mg price in USA

  124. world pharmacy india: top online pharmacy india – india pharmacy mail order indiapharmacy.pro

  125. canadian pharmacy 24 com: real canadian pharmacy – canada rx pharmacy world canadapharmacy.guru

  126. https://indiapharmacy.pro/# buy medicines online in india indiapharmacy.pro

  127. reputable indian pharmacies: india online pharmacy – buy medicines online in india indiapharmacy.pro

  128. http://mexicanpharmacy.company/# п»їbest mexican online pharmacies mexicanpharmacy.company

  129. п»їbest mexican online pharmacies: mexican border pharmacies shipping to usa – mexican border pharmacies shipping to usa mexicanpharmacy.company

  130. http://canadapharmacy.guru/# buying drugs from canada canadapharmacy.guru

  131. thecanadianpharmacy: canadian pharmacy mall – legit canadian pharmacy canadapharmacy.guru

  132. https://canadapharmacy.guru/# safe canadian pharmacies canadapharmacy.guru

  133. indianpharmacy com: top online pharmacy india – indian pharmacy indiapharmacy.pro

  134. http://indiapharmacy.pro/# buy prescription drugs from india indiapharmacy.pro

Comments are closed.

Domain Hosting Market © 2015