Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৩] :: ডিজিটাল সিষ্টেমে LED দিয়ে নিজের নাম এবং প্রতিষ্টানের নাম লিখুন । মাত্র দুইটি আইসি দিয়ে।

সবাই কেমন আছেন, আশাকরি ভালই আছেন আমিও আপনাদের দোয়াতে ভালই আছি ।
টেকটিউনস এর ইলেকট্রনিক্স প্রিয় সকল বন্ধুরা এ দিকে আসোন আপনাদের কে নিয়ে
একটি মজার সারকিট তৈয়ার করি ,আপনার নিজের নাম লিখুন ডিজিটাল সিষ্টেমে LED
বাতি দিয়ে । আসুন দেখি কি ভাবে সারকিটটি বানাবেন ।
নামের অক্ষর গুলি LED বাতি দিয়ে লিখবেন প্রত্তেক LED বাতির দুইটি করে পা থাকে
একটি লম্বা পা অপরটি চুট পা । যে ভাবে LED গুলি কানেক শান করবেন=
প্রতিটি নামের অক্ষর এর LED (লম্বা ) পা গুলি একত্রিত করে একটি কানেকশান করে।
উপরে দেয়া ছবি টিতে দেখুন ট্রান্জেষ্টর এর কালেক্টরের সাথে লাগানো হয়েছে।
তেমনি ভাবে LED চুট পা গুলি একত্রিত করে গ্রাউন্ড বা -vc নেগেটিভ এর সাথে
কানেকশন করুন টিক যে ভবে উপরের ছবিটিতে দেখানু হয়েছে।
আসুন এবার সারকিটটি দেখে নেই।
সারকিটটিতে দুইটি আইসি ব্যবহার করা হয়েছে একটি ne555 অপরটি Cd4017
সারকিটটিতে ব্যবহিত পার্স গুলির মান পাশা পাশি দেয়া আছে ।
(ভেরিএবল রেজিষ্টর গুরিয়ে নামের অক্ষর গুলি স্পিট বারানো কমানো যায়) নামের অক্ষর গুলি
এক পাশ থেকে জ্বলে অন্য পাশে যাবে । আবার পুনরায় একই ভাবে জ্বলতে থকবে।
শহরের বিভিন্ন সাইন বোর্ডে যে ভাবে জ্বলা নিভা করে। আপনারা হয়ত সখলেই দেখেছেন।
এখানে আমার নামটি যে ভাবে লিখেছি টিক সেই ভাবে আপনার নিজের নামটি লিখুন ।
সারকিটটিতে 9v dc সাপ্লাই ভোল্ট দিবেন । কোন সমস্য হলে যানাবেন সমাদানের চেষ্টা করব ।

Share This:

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015