Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

প্রোমো ডোমেইন কেনার আগে যে বিষয় গুলো জানা থাকা জরুরী

বাজারে এই এখন ৩০০ থেকে ৫০০ টাকার ভিতর একধরনের ডোমেইন পাওয়া যাচ্ছে, এই ডোমেইন গুলো দামে কম তাই সকলের হাতের নাগালে, তাই সকলেই  ক্রয় করতে আগ্রহি, এই ডোমেইনগুলো নিয়ে প্রোভাইডার কে সবচেয়ে বেশি কথা শুনতে হয়।

এই ডোমেইন গুলো কেনার আগে যে ব্যাপারগুলি জানতে হবে তা হল

১- প্রোভাইডার আমাকে সি প্যানেল দিবে কি না ? (ফুল কন্ট্রোল দিবে কিনা)

২- এই  ডোমেইনটি প্রোভাইডারের সাথে আগামী বছর সম্পর্ক ঠিক না থাকলেও আমি রিনিউ করতে পারব কি না ।

৩- এটা কোন কোম্পানি থেকে দেয়া হচ্ছে ।

৪- তারা ট্রান্সফার এলাউ করে কি না ? বা ট্রান্সফার ফ্রি কিনা?

৫- এই প্রোভাইডারের ট্রাক রেকর্ড কেমন ?

৬- সে কি রিফান্ড করবে ?

৭- যদি ডোমেইনের ফুল কন্ট্রোল না দেয় তাহলে ফ্রি দিলেও ঐ ডোমেইন নেয়া উচিৎ না। আর যদি আপনার বিশ্বস্ত বা রক্তের কোন লোক হয়ে থাকে যে আপনার সাথে প্রতারনা করবে না সেটা ভিন্ন কথা, তারপরও যত বিশ্বস্ত’ই থাক ফুল কন্ট্রোল টা অনেক জরুরী, মনে রাখবেন ফুল কন্ট্রোল না থাকলে আপনি ডোমেইন মালিক দাবি করা মানে আপনি এমন একটি জমির মালিকানা দাবী করতেছেন যেই জমির দলিল বা কোন কাগজ পত্র’ই আপনার কাছে বা আপনার নামে নেই।

যদি সি প্যানেল না দেয়া ধরনের প্রোভাইডার হয় তাহলে এটা অতি সমস্যার কথা, কোন অবস্থাতেই প্রোমো এর ক্ষেত্রে  শুধু প্রোভাইডারদের দেয়া WHMCS প্যানেল এর কন্ট্রল নিয়ে খুশি থাকলে চলবে না।

সবচেয়ে বড় কথা হল প্রোভাইডারের সম্পর্কে জেনে বুঝে খোঁজ নিয়ে দেখা দরকার।

আরো যে ব্যাপারগুলী জানা দরকার তা হল,

১- কেউ প্রোমো ডোমেইন এর ১০০% রিস্ক নিতে পারে না।

২- তারা বড়জোর আপনাকে সাহায্য করতে পারবেন কিন্তু এর বেশি কিচ্ছু না।  এজলাইক ডোমেইন ডিলিট হয়ে গেলে প্রোভাইডারের কিচ্ছু করার নেই।

৩- আপনাকে সার্ভিস সম্পর্কে আগে থেকে জেনে বুঝেই এটা নিতে হবে। যদি না বুঝে নেন তাহলে লস করবেন।

Share This:

Updated: 24/10/2017 — 11:18 AM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015