Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

যেভাবে জানা যাবে ফেসবুকে কে আনফ্রেন্ড করল?

বর্তমান সময়ে ফেসবুক বন্ধুত্ব তৈরির একটা জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখনো কখনো ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকমভাবে আপনিও ফেসবুকে কারও অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনো ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এসব ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠায় না। অসংখ্য বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। এবার জেনে নিন—* গুগল ক্রোম খুলে ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশনে যান। * ‘এক্সটেনশনসে’ ক্লিক করুন। পেজের একদম নিচে ‘গেট মোর এক্সটেনশনসে’ ক্লিক করুন।   * সার্চ বক্সে লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’ (unfriend finder). সার্চ রেজাল্টে ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।   * এবার ক্রোম ব্যবহার স্বাভাবিকভাবে ফেসবুকে লগ ইন করুন। একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এ এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকি নতুন কেউ  আনফ্রেন্ড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তবে এই এক্সটেনশন কেবল গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এ কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না। সুতরাং কে আপনাকে আনফ্রেন্ড করল সেটা আর কৌতুহলের বিষয় থাকল না। এভাবে যে কেউ জেনে নিতে পারবেন এ প্রশ্নের উত্তর।

Share This:

Updated: 13/02/2017 — 11:31 AM

1 Comment

Add a Comment
  1. purchase brand cialis price of cialis 20 mg

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015