Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?(চেইন টিউন) [পর্ব ২]

সম্মানিত ভিসিটর আসালামু আলাইকুম।সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্চি এই কারনে যে আমি প্রথম টিউনটি করার পর অনেক দেরি  করে দ্বিতীয় টিউন টি করছি তাই। আমি নিজের কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই টিউন করতে পারিনি। আজকে আমারা যে জিনিস টি নিয়ে আলোচনা করব তাহলে ”সার্চইঞ্জিন কিভাবে কাজ করে?”। চলুন শুরু করা যাক।

কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে?

সার্চ বিভিন্ন সংক্রিয় ক্রওলার(Crawler) বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইনের অনুমোদিত প্রায় সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজে রেখে দেয়।

এরপর যখন কোন ভিসিটর বা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোন তথ্য খোঁজার জন্য সার্চ করে তখন সার্চ ইঞ্জিন তখন তার সেই ডাটাবেজ থেকে ওই সার্চ এর সাথে সর্বাধিক মিল সম্পন্ন ও বিশ্বাসযোগ্য ওয়েবসাইট গুলোর লিঙ্ক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে।

এটাকে বলা হয়- Search Engine Result Page বা সংক্ষেপে SERP।

সম্মানিত ভিসিটর সার্চইঞ্জিন কিভাবে কাজ করে তা নিয়ে আমি একটি ভিডিও টিউটরিয়াল বানিয়েছি সেটা তে আরো বিস্তারিত আলোচনা করেছি  ভিডিও লিঙ্ক

Share This:

Updated: 07/02/2017 — 2:21 PM

2 Comments

Add a Comment
  1. cialis side effects a wife’s perspective price of cialis 20 mg

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015