Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

White Label Server কি? এটা কি বেশি জরুরী?

হোয়াইট লেবেল সার্ভার বলতে বুঝানো হয়, যে সার্ভারে হোস্টিং প্রোভাইডারের যে কোম্পানী তাদের কোম্পানীর কোন নাম, ইমেইল, হোস্ট নেম, নেম সার্ভার কোনটাই না থাকা।এটা কি বেশি জরুরী?জরুরী তখনই যখন আপনি হোস্টিং অথবা ডোমেইন রিসেলিং করবেন। কারণ আপনি অনেক পরিশ্রম করে, অনেক ইনভেষ্ট করে একটা কাস্টমার তৈরী করেন কিন্তু কাস্টমারকে যখন ডোমেইন ও হোস্টিং সার্ভিস দিবেন তখন যদি আপনার প্রোভাইডারের কোম্পানীর নাম থাকে তাহলে ইচ্ছায় অনিচ্ছায় আপনার কাস্টমার আপনার প্রোভাইডারের কাছে যাওয়ার চান্স থাকে। কারণ,

১. আপনি ভায়া হয়ে সার্ভিস দেন যার কারণে সাপোর্ট স্লো হতে পারে মনে করে।

২. হয়তো আপনার প্রোভাইডারের চাইতে আপনার প্রাইস কিছু বেশি হবে; কম প্রাইস পাওয়ার জন্য।

কিভাবে চিনবেন White Label কি না?

১. যখন হোস্টিং/সিপ্যানেল ক্রিয়েট করবেন সেখানে কোন ইমেইল ও হোস্টি নেম আপনার প্রোভাইডারের আছে কিনা।

২. সি-প্যানেলে লগইন করে ভিতরে দেখবেন তাদের কোম্পানীর লোগো আছে কিনা।

৩. intodns.com এ সাইটে কাস্টমারের ডোমেইন সাবমিট করে সেখানে চেক করবেন কোথাও আপনার প্রোভাইডারের নেম আছে কিনা।

৪. আপনাকে যে আইপি দেওয়া হয়েছে তাতে তাদের কোম্পানীর নেম দেয়া আছে কিনা তা চেক করে নেয়া- https://ipinfo.info/html/ip_checker.php

পরামর্শঃ

যারা রিসেলার ডোমেইন-হোস্টিং নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই হোয়াইট লেবেল প্যানেল থেকে সার্ভিস কিনবেন। যেখানে আপনার কোম্পানীর নাম থাকতে পারে কিন্তু অন্যের কোম্পানীর নাম থাকতে পারবে না।

বিডিওয়েস.কম এর রিসেলার সার্ভিসে কখনো ব্রান্ডিং ছিল না থাকবেও না ইনশাআল্লাহ। কাজেই নিঃসন্দেহে আমাদের রিসেলার প্যানেল ব্যবহার করতে পারবেন। আমাদের সাথেই থাকুন।

BDWEBS.com | 01721495878

Share This:

Updated: 18/10/2020 — 7:19 PM
Domain Hosting Market © 2015