বরাবরের মত আজকে ইউটিউব নিয়ে একটা টিউটরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির। সকলে কেমন আছে ? আশা করি সাবাই ভাল এবং সুস্থ আছে। আমি আপনাদের দুআ এবং আল্লাহ রহমতে ভাল এবং সুস্থ আছি।
আজকাল দেখা গেছে আউটসোসিং জগতে গুগোল এডসেন্স সব থেকে সেরা। আর লিংক সাইট হলো ইউটিউব চ্যানেল। কেউ যদি সময় নিয়ে কাজ করে তবে আমি বলতে পারি তার ফিউচার উজ্জল হবেই। ত মনে রাখবেন এটা কোন সটকাট মাধ্যম না।ধর্য্য এবং কর্ম ২টি সমানে সমানে সমান থাকতে হবে।
অনেক কথা বলাম এবার কাজের কথায় আসি, ইউটিউব ব্যানার হলো আপনার চ্যানেলের সাইবোর্ড। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের যেমন সাইনবোর্ড থাকে তেমনি আপনার ইউটিউব চ্যানেলের একটা ব্যানার থাকা আবশ্যক প্রয়োজন। ত এই কাজটি অনেকেই করতে পারে আবার অনেকে পারে না। ত যারা পারে না,তাদেরকে বলবো আমার ভিডিও টিউটি দেখতে আশা করি ৯৯ ভাগ মানুষ বুঝবে এবং ফটোশনের যে কোন ভারশন দিয়ে ব্যানার বানাতে পারবে। যাতে করে ফটোশপের সকল ভারশনে যে কেউ করতে পারে তার জন্য পেস্শাল শটকাট পদ্ধতি ব্যবহার করেছি।