সালাম সবাইকে আসা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে ফ্রী কল করার একটি সহজ উপাই বলবো যা দিয়ে আপনি ইন্টারনেট থেকে যে কোন স্থানে ফ্রী কল করতে পারবেন আপনি প্রতিদিন প্রতিদিন কম্পিউটার থেকে। সবাইকে অবাক করে অনলাইনে যে কোন মোবাইলে এবং যে কোন দেশে ফ্রী করুন। আমি আশাবাদী সকলের কাছে এটি বেশ মজার হবে।
যা যা প্রয়োজন হবেঃ
১। Adobe ফ্ল্যাশ প্লেয়ার নতুন ভার্সন লাগবে।
২। একটি মাক্রফোন ।
কিছু অসুবিধাঃ
১। প্রতিদিন সর্বোচ্চ দুই বার কল করতে পারবেন।
২। প্রত্যেক টি কল লিমিটেড (কত টুকু সেটা দেশের উপর নির্ভর করবে)
৩। প্রথম কল করতে রেজিস্ট্রেশান করা লাগবে না। (তবে রেজিস্ট্রেশান করতে খুব একটা ঝামেলা নেই)
এবার নিয়ম গুলো বলিঃ
১। এখানে ক্লিক করে সাইট এ প্রবেশ করুন।
২। যে দেশে কল করবেন সেই দেশ সিলেক্ট করুন
৩। যে নাম্বার এ কল করবেন সেই নাম্বার টি বসান।
৪। এখন yes বাটন এ ক্লিক করুন। তারপর কিছুক্ষন অ্যাডভাটাইজ হবে। এবং তারপরেই আপনার কল টি আপনার দেওয়া নাম্বারে চলে যাবে।
আপনি চাইলে ইচ্ছে মতন কল করতে পারেন যত খুশি তত তবে তার জন্যে আপনাকে পে করতে হবে।