কেমন আছেন সবাই ?
আজ আমি কিছু বেসিক ধারনা দিবো ইংরেজী কতটা গুরুত্বপূর্ন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আমি গতকাল একটি ট্রেনিং সেন্টার গেছিলাম আমার বন্ধুর জন্য সে গ্রাফিক্স ডিজাইন শিখবে। সব কিছুই ভাল ছিল কন্তিু আমি জিজ্ঞাসা করলাম ইংরেজী তো বেশি পারে না কাজ কিভাবে করবে? আমাকে উত্তর দিল ভাল ভাবে কাজ শিখতে পারলেই আর কোন অসুবিধা নেই।
ইংরেজী না জানলেও হবে বেসিক পড়ে উত্তর দিলেই হবে। আমি তো পুরাই টাসকি হালা কয়কি? আবার এটাও বললো ক্লায়েট আপনাকে গ্রাফিক্স এর কাজ দিবে যা বলবে সব তো ফটোশপ নিয়ে এর বাইরে তো কিছু বলবে না।
কি আর কমু আমি! আমি নতুন ডিজাইনার এইসবের কিছুই বুঝিনা বাপু।
এবং আমি লক্ষ্য করেছি যে প্রায় ট্রেনিং সেন্টার গুলোতেই এই রকম সমস্যা তারা ইংরেজী গুরুত্ব দেয়না বা ইংরেজী শিখতে হবে এমন কোন চাপ ও দেয়না।
আমাদের বাংলাদেশ এখন মার্কেটপ্লেসে শেরা স্থানে আছে স্প্যামার হিসাবে। কেন? সামান্য একটা কভার লেটার লিখবে তাও গুগল থেকে কপি করে নেই।
এখন আপনারাই বলেন গ্রাফিক্স ডিজাইন শিখে অভিজ্ঞতা বানিয়ে তার কি লাভ হলো? যেখানে সে মূল জায়গাতেই ধরা! আপনি অ আ ক খ বুঝিয়ে যদি কোন কাজ পেয়েও থাকেন ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু বললো এখন আপনাকে বললো কলা গাছ কেটে খেজুর গাছ বাসাও আপনি যদি খেজুর গাছ কেটে কলা গাছ লাগান কাজ কি হবে?
এখন আসি আসল কথায়
আপনি ইংরেজীতে খুব খারাপ তাই বলে কি আপনি ইনকাম বা একজন ফ্রিল্যান্সার হতে পারবেন না?
অবশ্যই পারবেন। আপনার জন্য রয়েছে অসংখ্য সুযোগ।
১. আপনি যদি ইংরেজীতে দূর্বল থাকেন তাহলে তাহলে মার্কেটপ্লেস থেকে ভাল হবে গ্রাফিক্সরিভারে কাজ করা। কারন এখানে আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। সব কিছুই সবাই লেখেই দেয় যেই আপনি হালকা চেঞ্জ করে নিজের করে চালিয়ে নিতে পারবেন।
গ্রাফিক্স রিভারে আপনার ডিজাইন আইটেম সেল করে প্রতিমাসে প্রচুর ডলার ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে কারো সাথে কথাও বলতে হবেনা। আপনার কাজ শধু ডিজাইন সাবমিট করা ডিজাইন যদি এপ্রুভ হয় তাহলে আর বাকি কাজ ইনভাটোর।
২. শধু যে গ্রাফিক্সরিভার এই কাজ করার সুযোগ আছে তা নয় আরো বেশ কয়েকটা রিসেলেবল মার্কেটপ্লেস আছে যেখানে আপনার ডিজােইন সেল করতে পারবেন।
৩. এছাড়া আপনি কনটেস্ট মার্কেটপ্লেস এ জয়েন করতে পারেন। এখানে ও আয়ের সুযোগ রয়েছে প্রচুর। যদিও এটা সম্ভবনা তারপর ও আপনি যত বেশি কনটেস্ট এ জয়েন করবেন ততো আপনার ডিজাইন আইডিয়া বাড়বে অভিজ্ঞতা বাড়বে।
আমার বন্ধু শুধুমাত্র কনটেস্ট এ জয়েন করে প্রতি মাসে তার টার্গেট থাকে মিনিমাম ৫টা কনটেস্ট Win করা এবং সে প্রতি মাসে ৫/৮ কনটেস্ট Win করে প্রতিমাসে তার ইনকাম ৪০০ ডলার থাকে।
৪. বর্তমানে টি-শার্ট ডিজাইন করে ও প্রচুর আর্ন করা যাচ্ছে যেখানে আপনার কাজ শুধু ভাল মানে ডিজাইন করা এবং সাইট ও দেওয়া আর এরপর সাইটের কোন ভিজিটর এর পছন্দ হলে সে ডিজাইন করা টিশার্টটি কিনলে আপনার একাউন্ট এ ডলার জমা হয়ে যাবে। এর জন্য যদিও আপনাকে বেসিক মার্কেটিং শিখে নিতে হবে। তাহলে প্রচুর সেল পাবেন।
পরিশেষে বলবো ইংরেজীর গুরুত্ব অপরিসীম যা বলে বুঝানোর বাইরে। আজ আমরা স্প্যামার কেন? কারন আমরা ইংরেজী জানিনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের দেশে অনেক ভাল ডিজাইনার আছে শুধু ইংরেজীর মান ভাল না থাকায় অনেক ক্লায়েন্ট এদের সাথে কাজ করতে চাইনা কারন কথা বলে ক্লায়েন্ট মজা পায়না বা এত সময় নেই আপনাকে বার বার বুঝাবে।
আমি মাত্র একটি কথায় বলবো আপনি ফ্রিল্যান্সার হতে চান যেকোন সেক্টর পছন্দ করে কাজ শিখেন এবং ইংরেজী ভাল না জানলে ইংরেজী টা ও শিখতে থাকেন কারন এটাও সমান গুরুত্বপূর্ন।
ধন্যবাদ
সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ
cialis free shipping canadian price of cialis 20 mg