সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই টিউটোরিয়াল । আমরা যেকোনো তথ্য জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন (যেমনঃ গুগল, ইয়াহু, বিং) এ সার্চ দিয়ে থাকি । তখন সার্চ ইঞ্জিনগুলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দিয়ে থাকে । আমাদের অনেক সময় মনে প্রশ্ন জাগে যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? তাই, আজ আমি আলোচনা করবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
ইন্টারনেট থেকে কোন তথ্য খুঁজে বের করাই হচ্ছে সার্চ ইঞ্জিন এর কাজ । আমরা যখন কোন তথ্য খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিন এ সার্চ দেই, তখন সার্চ ইঞ্জিন রোবটের সাহায্য ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করে আমাদের সামনে ফলাফল প্রদর্শন করে । একটি সার্চ ইঞ্জিন এ স্পাইডার, রোবট এবং অন্যান্য প্রোগ্রাম ব্যবহৃত হয় । এসব প্রোগ্রাম ওয়েব সাইট থেকে তথ্য সংরক্ষন করে এবং হাইপারলিঙ্ক ট্রেস করে । অন্যদিকে সার্চ রোবট বিভিন্ন সাইট থেকে ডকুমেন্ট এবং তথ্য খুঁজে বের করে এবং তা সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ এ সংরক্ষন করে রাখে । যখন কেউ কোন তথ্য খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন এ সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন ডাটাবেজ চেক করে এবং সার্চ ইঞ্জিন ডাটাবেজ থেকে ফলাফল প্রদর্শন করে । তবে, এখানে উল্লেখ্য যে, রোবট যতবেশি ডাটাবেজ সংরক্ষণ করবে কোন তথ্য সার্চ করা তত বেশি কঠিন হবে । এক্ষেত্রে, ওয়েবপেইজ বৃদ্ধি পেলে তথ্য সার্চ করা বেশি কঠিন হবে ।
ভাল লাগলে ঘুরে আসুন আমার ওয়েবসাইট S Technologies Limited ( STechBD.Net ) এবং Ulkaa.Com
ফেসবুকে আমি Facebook.Com/AAShemul