বন্ধুরা কেমন আছেন সবাই আসাকরি ভালই আছেন, আমিও আপনাদের দোয়াতে
ভালই আছি, আজ আপনাদেরকে মোবাইল দিয়ে বাজানোর জন্য ছুট
একটি এম্পলীফাার সার্কিট দিব নিজের হাতে তৈয়ার করে নিবেন
মোবাইল দিয়ে ওয়াজ গজল তথবা যাই কিছু শুনি সাউন্ড কিন্তু মনের মত হয় না
যত বেশী দামি মোবাইলেই হউক না কেন সাউন্ড কিন্তু খুব একটা বেশী হয় না কারণ
সাউন্ড বেশীর জন্য প্রোয়জন সাউন্ড এম্পলীফায়ারের ওয়াট যত বেশী হবে
সাউন্ড তথবেশী হবে, পাশা পাশি স্পিকারের ওয়াট ও বেশী হতে হবে , কিন্তু
মোবাইলের এম্পীফায়ারের ওয়াট যদি ও ছুট আকারে সার্কিটে বাড়ানো সম্ভব হয়
কিন্তু বেশী ওয়াটের স্পিকার আবার ছুট করে বানানো সম্ভব হয় না যে কারণে
যত বেশী দামি মোবাইল সেইট হউক না কেন অনেক বেশী সাউন্ড থাকে না
এ জন্য আপনাদের জন্য আজকের এই সার্কিটটি, খুব ছুট হলেও মোটামোটি সাউন্ড
ভালই হয় । আসুন এবার সার্কিটটি দেখেনেই এরকম সার্কিট আরো অনেক
আইসি দিয়ে করা যায় আচ্ছা যাই হোক প্রথমে এটি তৈয়ার করুন পরে
হয়ত আরো অন্য দিন বিভিন্ন সার্কিট দেখাব আজকের আইসিটি হল 2822
এটি হল 28222 আইসি দিয়ে ছুট এম্পলীফাারটির সার্কিট ডায়াগ্রমটি সার্কিটটি দেখে যদি কারো বোজতে
সমস্য হয় তাহলে আসুন পার্স গুলির ছবি আকারে দেখি
এবারে দেখেনত বোজতে পারেন কিনা । সার্কিটটি প্রতিটি পার্সের সাথে মান দেয়া আছে যদি pcb বোর্ডে
বসাতে ছান অহলে বোর্ডটির ডিজান দেখে নিতে পারেন
সার্কিটটিতে পাউয়ার সাপ্লাই হিসেবে 6 volt DC ব্যাটারী থেকে অথবা AC ট্রান্সফরমার থেকেও দিতে পারেন
যদি AC ট্রান্সফরমার থেকে সাপ্লাই ভোল্ট দেন তা হলে কম পক্ষে 600 মিলি এম্পীয়ার দিবেন।