Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-০৭] :: মোবাইলের বেটারী চার্য করুন অটো সিষ্টেমে।

বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি ভালই আছেন ।
আমিও আপনাদের দোয়াতে ভালই আছি
আজ আপনাদের এমন একটি সারকিট দেখাব
যে সারকিটটি দিয়ে মোবাইলের বেটারী অতি সহজে
অটোমেটিক সিষ্টেমে চার্য করতে পারবেন।
অটোমেটিক সিষ্টেম বলতে যেমন মোবাইলের
বেটারিটি যখন চার্য দিবেন তখন একটি বাতি
জলে থাকবে আবার যখনি বেটারীটি ফূল চার্য হয়ে
যাবে তখনি অটোমেটিক সিষ্টেমে সারকিটে লাগানো রিলে সুইচটি বেটারী তে চার্য
দেয়া বন্দ করে দিবে। এবং বাতিটি নিবে গিয়ে অন্য একটি বাতি জলে উটবে
তখনি আমরা বুঝতে পারব বেটারিটি ফূল চার্য হয়েছে।
এখানে অল্প কিছু পার্সের মান পরিবর্তন করে 6v 9v অথবা 12v বেটারি
এ সিষ্টেমে চার্য করতে পারবেন
সুবিধা হল বেটারি ফূল চার্য হওয়ার পর চার্য দিতে
থাকলে বেটারি ওভার চার্যের কারণে ভাল বেটারিও নষ্ট হয়ে যায়।
আসুন সারকিটটিতে ব্যবহার কিত পার্স গুলি একবার দেখে নেই =
এটি হল একটি রেগুলেটর আইসি LM317 আইসিটির তিনটি পা থাকে, আইসির মাঝের পাটি আউটপুট,ডানের পাটি ইনপুট,
বামের পাটি ভোল্ট এডজাষ্ট করা। এবারে আসুন আরো কিছু পার্স দেখি=
এটি হল আট পিনের ছুট্ট একটি আইসি LM358
LM358 আইসির পিন কানেকশন গুলি । এবারে আসুন সম্পূর্ণ সারকিটটি দেখি=
max ভোল্টেজ বলতে ফূল চার্য করা এরকম একটি বেটারী লাগাবেন তার পর ভেরিএবল
রেজিষ্টরটি আস্তে আস্তে গুরিয়ে দেখুন রিলে সুইচটি বন্দ হলেই ভেরিএবল রেজিষ্টরটি আর
গুরাবেন না। তারপর একটি কম চার্যের বেটারী লাগান যখনি বেটারী ফূল চার্য হবে অটোসিষ্টেমে চার্য দেয়া বন্দ হয়ে যাবে।

Share This:

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015