টেকটিউনস এর সকল বন্ধুদের প্রতি সালাম রইল । আশাকরি সবাই ভাল আছেন।
রোজার মধ্যে Fm ট্রান্সমিটর টিউনস করার ইচ্ছা ছিলনা অনেকের ফোনের কারনে টিউনসটি না করে পারলামনা।
আজকে যে FM সারকিটটি দেব মোটামুটি ভালই রেন্জ । সফল ভাবে তৈয়ার করতে পারলে
ফুল রেন্জ পাবেন। যদি সারকিটটি ভাল ভাবে তৈয়ার না করতে পারেন কখন ও 100% রেন্জ পাবেন না
যে সব টেকটিনস এর বন্ধুরা ইলেক্ট্রনিকস পার্স সম্পর্কে কোন ধারনাই নাই আপনাদেকে
আমি অনুরোধ করব আপনার আশে পাসে যাদের ইলেক্ট্রনিক্স পার্স সম্দে ভাল ধারনা রয়েছে তাদের কাছ থেকে
হাতে কলমে ভাল করে শিখে নিন তার পর চেষ্টা করুন । আশা করা যায় আপনি ও একদিন সফল হতে পারবেন।
আসুন আর দেরি না করে সারকিটটি একবার দেখে নেই ।
এই লে আউটটি অনেক দিন আগে এক বার দিয়ে ছিলম । যানি না আপনদের মনে আছে কি না ।
একটি পিসিবি নিবেন 20 সেন্টি মিটর লম্বা 10 সেন্টি মিটর প্রস্ত । পিসি টির দিখে ভাল করে তাকান ।
তামার প্রলেপ দেয়া পিসিটি থেকে,উপরের দেয়া পিসিবিটি যে ভাবে সাদা লাইন গুলি কাটা হয়েছে
টিক আপনার পিসিবিটি এ ভাবেই কাটুন । কাটার সময় খেয়াল রাখবেন লাইন গুলি যতে ছুট বড় না হয়।
পিসিবিটি যে ভাবে দেয়া আছে টিক আপনার টা যেন কার্বন কপির মত হয় । এ বারে নিচে আসুন
সারকিটটির ব্যব হিত সখল পার্স গলি এখানে দেয়া আছে । এবারে নিচে আসুন
আপনাদের বুঝতে অসুবিধা না হয় এ জন্য কিছু পার্সের নাম গুলি লিখে দেয়া হল। এবারে নিচে আসুন ।
এই হল মূল সার্কিটটি যে ভাবে পিসিবিটির উপরে যে ভাবে পার্স গলি বসানো হয়েছে টিক সেই ভাবে পার্স গুলি বসান ।
অডিও ইন পুটে মাক্র ফোন লাগিয়ে নিবেন । পাউয়ার ইন পুটে সাপ্লই ভল্টেজ দিবেন । এন্টেনা আউট পটে আউট ডুর এন্টেনা দিবেন।
আজকের মত এখানেই রাখলাম। মোঃ সেন্টু খান =01713531965
যেসব বন্ধুদের এই সার্কটটি এক টুক কঠিন মনে হয়। শুদু তারাই নিচে আসুন এক টুক সহ একটি সারকিট দেয়ার চেষ্টা করি।
উপরে সারকিট ডায়গ্রমটি দেয়া হল ।পাশাপাসি পার্স গুলি সহ কি ভাবে কোথা বসাবেন ছবি সহকারে দেয়া হল। আশা করি বুঝতে অসুবিধা হবে না ।