উইন্ডোজ ব্যবহারকারীদের অজান্তে বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহারকারী তাদের উইন্ডোজ সয়ংক্রিয়ভাবে অনেক সময় আপডেট হয়ে যায়। যখন কম্পিউটার রিস্টার্ট বা সার্ট ডাউন করেন লক্ষ্য করবেন যে আপনাদের কম্পিউটারে উইন্ডোজ আপডেট সংক্রান্ত বার্তা স্ক্রীনে প্রদর্শিত হচ্ছে এবং আপডেট প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আপনি চাইছেন যে, উইন্ডোজ আপডেট প্রক্রিয়া শুরু করার পূর্বে আপনাকে অবহিতকরন বার্তা দিয়ে জানাবে। যাতে পরে আপনি আপনার সময় ও সুবিধামতো উইন্ডোজ আপডেট করে নিতে পারেন।
উইন্ডোজ আপডেট অবহিতকরন বার্তা চালু করার পদ্ধতি :
প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রান অপশন চালু করুন।
রান অপশন চালু হলে বক্সের মধ্যে
gpedit.msc লিখে ওকে বাটনে ক্লিক করুন।
“Local Computer Policy ” উইন্ডো চালু হবে। “Computer Configureation” মেনু থেকে “Administrative Templates” মেনুর অধীন “Windows Components” এ ক্লিক করুন।
তারপর Windows Update মেনু খুঁজে তার ডানপাশের প্যানেল থেকে
“Configure Automatic Update” সেটিংসে ডাবল ক্লিক করুন সেটিংস পরিবর্তনের জন্য।
এরপর এনাবল রেডিও বাটন সিলেক্ট করুন এবং অপশন ক্যাটাগরির অধীন
“Configure automatic updating” মেনুর ড্রপ ডাউন লিস্ট থেকে “Notify for download and notify for install” নির্ধারন করে অ্যাপ্লাই তারপর ওকে বাটনে ক্লিক করুন।
এথন আপনার কম্পিউটারে উইন্ডোজ আপডেট সয়ংক্রিয়ভাবে ডাউনলোড এবং আপডেট ইনস্টল হবার পূর্বে আপনাকে অবহিত করবে।