উবুন্টুতে লোকাল সার্ভার সেটআপ করতে হলে প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে।তারপর নিচের কমান্ড লিখতে হবে।
sudo apt-get install lamp-server^
/var/www/ ফোল্ডারে লেটেস্ট PHP5, MySql, Apache2 ইন্সটল হয়ে যাবে।
এরপর এপাচি সার্ভার চালু করতে হলে তারপর নিচের কমান্ড টার্মিনাল এ লিখতে হবে।
sudo service apache2 start
এবার ব্রাউজারে http://localhost/ টাইপ করে এন্টার দিন এবং দেখুন It Works! লেখা আসছে কি না ।যদি আসে তবে বুঝতে হবে আপনি সফল ভাবে এপাচি সার্ভার ইন্সটল করেছেন। এপাচি সার্ভার বন্ধ করতে হলে নিচের কমান্ডটি টার্মিনাল এ লিখতে হবে।
sudo service apache2 stop
PHP Myadmin ইন্সটল দিতে নিচের কমান্ডটি টার্মিনাল এ লিখতে হবে।,
sudo apt-get install phpmyadmin
ইন্সটলের সময় কোন সার্ভার ব্যবহার করতে চান এরকম একটি অপশন আসবে apache2, lighttpd নামে। apache2 সিলেক্ট করুন। MySql এর পাসওয়ার্ড সেট করতে বলবে। সেখানে পাসওয়ার্ড সেট করুন।
এখন ব্রাউজারে http://localhost/phpmyadmin ওপেন করলে phpmyadmin এর পেজ দেখতে আসবে।
যদি ৪০৪ এরর আসে তবে ,
টার্মিনালে নিচের কমান্ডটি রান করুন,
sudo gedit /etc/apache2/apache2.conf
gedit এ যে কনফিগ ফাইলটি ওপেন হবে সেখানে নিচের লাইনটি এড করে দিন।
Include /etc/phpmyadmin/apache.conf
এবার নিচের কমান্ডের মাধ্যেমে এপাচি সার্ভার রিস্টার্ট করুন।
sudo service apache2 restart
এপাচি সার্ভার এবং Mysql এর বর্তমান অবস্থা চেক করতে নিচের কমান্ড ব্যবহার করতে পারেন,
sudo service apache2 status sudo service mysql status
/var/www/ এই ফোল্ডার এর ভিতর ফোল্ডার তৈরী করতে সমস্যা হলে পারমিশন চেঞ্জ করে নিতে হবে।
সেজন্য নিচের কমান্ড গুলো কাজে লাগাতে পারেন,
sudo chown username /var/www
এই কমান্ডটি ব্যবহারকারিকে উক্ত ফোল্ডারের Owner বানিয়ে দিবে।
username এর জায়গায় আপনার পিসির ইউজার নেম দিন।
যদি সব ব্যবহারকারী কে Read, Write এক্সেস দিতে চান তবে,
sudo chmod -R a+rwX /var/www
এই কমান্ডটি ব্যবহার করে দেখতে পারেন। যদি www/ এ কোন ফোল্ডারে এক্সেস না পান তবে /var/www/test ব্যবহার করে দেখুন। test এ জায়গায় আপনার তৈরী করা ফোল্ডারটির নাম দিন।