Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

এবার আসছে যাত্রীবাহী ড্রোন!

ড্রোন আবিস্কারের পর থেকেই তা নিয়ে চলছে নানা গবেষণা। দিন দিন আরও উন্নত প্রযুক্তির ড্রোন বানানোর পরিকল্পনা চলছে। ছবি তোলা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ- যে কোন কাজে ব্যবহার হচ্ছে এই ড্রোন। তবে যাত্রী পরিবহনে হয়তো ড্রোন ব্যবহারের কথা শোনা যায়নি।

আগামী জুলাই মাসে দুবাইয়ের আকাশে উড়বে যাত্রীবাহী ড্রোন। এমনই ঘোষণা দিয়েছে দুবাই সরকার। চীনের ইএইচএএনজি কোম্পানিকে সাথে নিয়ে এই ড্রোন নিয়ে আসছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ।

‘ইএইচএএনজি-১৮৪’ ব্র্যান্ডের এই অটোনমাস এরিয়াল ভেহিকল ড্রোন একজন যাত্রী বহনে সক্ষম। বলা হচ্ছে, ‘ইএইচএএনজি-১৮৪’ নামের এই যাত্রীবাহী ড্রোন সবচেয়ে নিরাপদ, অত্যাধুনিক এবং পরিবেশবান্ধব। মাঝারি থেকে স্বল্প দূরত্বে যোগাযোগ এবং পরিবহন হিসেবে এ ড্রোন ব্যবহার করা হবে। এটি ১১ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে।

 

Share This:

Updated: 16/02/2017 — 12:12 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015