Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

এবার ইউটিউবেও ‘লাইভ স্ট্রিমিং

ফেসবুকের পর এবার লাইভ স্ট্রিমিং ফিচার চালু করল ইউটিউব। নতুন এ ফিচারের মাধ্যমে ইউটিউব ইউজাররা এখন মোবাইল থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবে নিয়মিত ভিডিও পোস্ট করে যেসব ইউজার টাকা আয় করতে চান তাদের জন্যে মূলত এই ব্যবস্থা করা হয়েছে।

লাইভ স্ট্রিমিং ফিচার তাদের এই আয়ে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে ইউটিউবের তরফ থেকে। ইউটিউব আপাতত ১০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এমন ইউটিউবারদের জন্য লাইভ স্ট্রিমিং চালু করেছে। পরবর্তীতে অন্যদের জন্যও এটি চালু করা হবে বলে জানা গেছে।

লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি ‘সুপার চ্যাট’ নামে আরেকটি ফিচার আত্মপ্রকাশ করাচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে ইউজাররা তাদের মেসেজ চ্যাট বাক্সে ওপরের দিকে দেখতে পারবেন। আর এই মেসেজ পাঁচ ঘন্টা পর্যন্ত ওপরে পিন করে রাখা যাবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ২০১১ সাল থেকেই সাইটে লাইভ স্ট্রিমিং ফিচার চালু করেছে ইউটিউব। যোগাযগের মাধ্যমগুলোতে বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এবার মোবাইল থেকে স্ট্রিমিং ফিচার চালু করলো সাইটটি। এর আগে ২০১৫ সালে ফেসবুকে রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং ফিচার চালু করা হয়।

 

Share This:

Updated: 12/02/2017 — 4:41 PM

3 Comments

Add a Comment
  1. find cialis online buy tadalafil

  2. Clair, USA 2022 05 19 18 42 41 priligy over the counter 56 It can give a reasonably good result in the treatment of presbyopia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015