ফেসবুকে অভ্যস্ত মানুষদের জন্য এবার ফেসবুক নিয়ে এলো নতুন একটি অ্যাপ। যা দিয়ে টিভিতেও ফেসবুক ব্যবহার করা যাবে! সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন ফেসবুকে বহু ভিডিও আপলোড হয়। কিন্তু অনেক সময়ই তা টাইমলাইন থেকে উধাও হয়ে যায়। আবার অনেক সময় ছোটোস্ক্রিনের জন্য ঠিকভাবে ভিডিও দেখা যায় না। ফেসবুকের নতুন অ্যাপের সাহায্যে আপনার টাইমলাইনে থাকা সমস্ত ভিডিওই খুব সহজে দেখা যাবে টিভিতে!
তবে টিভিতে ফেসবুকের ভিডিও দেখার জন্য, আপনার কাছে থাকতে হবে অ্যাপেলের স্মার্ট টিভি বা স্যামসঙের স্মার্ট টিভি। আপাতত এই দুই টিভি কোম্পানির সঙ্গেই চুক্তি করছে ফেসবুক কর্তৃপক্ষ। এমনকি আপনি চাইলে এই অ্যাপের সাহায্যে লাইভ টিভিও রেকর্ড করতে পারবেন।