Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ কিছু টিপস

১। এডমিন পাসওয়ার্ড ও নাম পরিবর্তন

wp-logoওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আপনাকে একটা রেন্ডম পাসওয়ার্ড দেয়। এটা মনে রাখা কষ্ট হতে পারে। তাই Users > Your Profile থেকে আপনার পাসওয়ার্ড বদলিয়ে নিন।
এছারা আপনার নাম দিবে admin। এটাও ইচ্ছা করলে একই জায়গা থেকে বদলিয়ে নিতে পারেন।

২।Permalinks বদলানো

আপনি একটি পোস্ট লিখলে তার ডিফল্ট লিংক হবে http://www.yoursite.com/?p=396। যদি আপনি লিংক বদলিয়ে এমন করে নেন http://www.yoursite.com/i-am-happy তাহলে মনে রাখা সহজ হবে। এর জন্য Settings > Permalinks এ Custom Structure এ %postname%/ বসান।

৩। থিম আপলোড করা

ওয়ার্ডপ্রেস আপনাকে একটা ডিফল্ট থিম দিবে। এটা পছন্দ না হলে আপনি আপনার প্রিয় থিম wp-content > themes এ আপলোড করেন। এরপর ড্যাশবোর্ডে লগিন করে Appearance > Themes এ যেয়ে আপনার আপলোড করা থিমটা Activate করুন।

৪। ক্যাটেগরী ঠিক করা

ওয়ার্ডপ্রেস ব্লগে কোনো পোস্ট করলে তা ডিফল্টভাবে Uncategorized নামক ক্যাটেগরীতে পোস্ট হবে। Posts > Categories থেকে এর নাম বদল করতে পারেন। এছাড়া নতুন ক্যাটেগরীও যোগ করতে পারবেন।

৫। Akismet এক্টিভেট করা

ওয়ার্ডপ্রেস ডিফল্টভাবে আপনাকে Akismet নামে একটা প্লাগিন দিবে। এর কাজ আপনার ব্লগের স্প্যাম কমেন্ট বন্ধ করা। ড্যাশবোর্ডে Plugins
এ ক্লিক করে Akismet নামক প্লাগিনটা activate করুন। এরপর WordPress এ রেজিস্ট্রেশন করেএখান হতে আপনার এপিআই কি নিন। এবার Plugins > Akismet Configuration এ প্রাপ্ত কীটা কীবক্সে পেস্ট করুন।

৬। গুগল এক্সএমএল সাইটম্যাপ যোগ করা

এখান হতে গুগল এক্সএমএল সাইটম্যাপ ডাউনলোড করে এক্টিভেট করুন। এটা বড় বড় সার্চ ইন্জিনে আপনার সাইটের ইনডেক্স তৈরিতে সাহায্য করবে।

৭। ওয়ার্ডপ্রেস ডাটাবেজ ব্যাকাপ নেয়া

এখান হতে প্লাগিনটি ডাউনলোড করে এক্টিভেট করে নিন। এ সম্পর্কে একটা গাইড পাবেন এখানে

৮। এনালাইটিক্স যুক্ত করা

কোথা থেকে ইউজার আসল, কত ইউজার আসল এগুলো যানার জন্য গুগল এনালাইটিক্স একটিভেট করুন। গুগল এনালাইটিক্স এর বিকল্প হিসেবে ব্যাবহার করতে পারেন মিন্ট বা স্ট্যাটকাউন্টার

৯। মিডিয়া ইমেজ সাইজ ঠিক করা

আপনার থিমের সাইজ অনুযায়ী Settings > Media হতে আপনার বল্গের ছবির সাইজ ঠিক করে দিন।

১০। ট্যাগলাইন বদল করা

Settings > General হতে আপনার সাইটের ট্যাগলাইন বদল করুন।

Share This:

Updated: 22/07/2015 — 3:41 PM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015