#হোস্টিং
হোস্টিং হচ্ছে ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইটের জন্যে স্টোরেজ স্পেস বা জায়গা । একটি অনলাইন ওয়েবসাইট পরিচালনার জন্যে যার প্রয়োজন পরে থাকে ।
#বিভিন্ন ধরণের হোস্টিং
১। ডেডিকেটেড হোস্টিং সার্ভার
ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার । ডেডিকেটেড সার্ভার ওয়েবসাইটে অনেক বেশি কন্ট্রোল দেয় ইউজারকে । এটি অনেক বেশি নিরাপদ এবং অনেক ব্যয়বহুল । এতে ব্যবহারকারী নিজের ইচ্ছা মতন সফটওয়্যার , অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে ।
২। ভিপিএস হোস্টিং
ভিপিএস মানে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার । ডেডিকেটেড সার্ভারকে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একাধিক ভাগে ভাগ করেতৈরি ভিপিএস । ইউজার কন্ট্রোল থাকে এবং অপারেটিং সিস্টেম রান করে থাকে । এতে ক্লায়েন্ট নিজের স্বাধীন মতন সফটওয়্যার ব্যবহার করতে পারে ।
৩। শেয়ারর্ড হোস্টিং
শেয়ারর্ড হোস্টিং সার্ভিসে একজন কাস্টমারের ডাটা আরেকজন কাস্টমারের ডাটার সাথে একই শক্তিশালী সার্ভারে সংরক্ষিত থাকে । এতে প্রধান রিসোর্স অর্থাৎ, সিপিইউ , র্যা ম , ডিস্ক স্পেস সব অন্য কাস্টমারদের নেয়া সার্ভিসের সাথে শেয়ারর্ড অবস্থায় থাকে ।শেয়ারর্ডহোস্টিং এরমূল্য অনেক কম ।
৪। ক্লাউড হোস্টিং
ক্লাউড হোস্টিং কিছুটা ভিপিএস এর মতন ,ক্লাউডভিত্তিক হোস্টিংয়ে একাধিক সার্ভারের রিসোর্স একটি নেটওয়ার্কের মধ্যে ব্যবহৃত হয় । এ হোস্টিং ওয়েবসাইটের জন্যে প্রধানত ভালো নিরাপত্তা প্রদান করে ।
priligy buy Brazilian researchers carried out this work to investigate the outcomes associated with the use of constitutional homeopathy in people suffering from dermatological diseases such as atopic dermatitis, psoriasis and chronic urticaria