সবার জন্য সার্চ ইঞ্জিন রয়েছে। আর তারই ধারাবাহিকতায় এবার আসল শিশুদের জন্য সার্চ ইঞ্জিন। আর সেই সার্চ ইঞ্জিনের নাম ‘কিডল’।
দেখতে অনেকটা গুগল সার্চের মতো হলেও কিডলের সার্চ ইন্টারফেস সম্পূর্ণ ভিন্ন। এর মহাশূন্যের থিমে সাজানো ব্যাকগ্রাউন্ডে রয়েছে বন্ধুসুলভ একটি রোবট। ২০১৪ সালে নিবন্ধিত এই সার্চ ইঞ্জিনে অনলাইন কনটেন্ট ফিল্টারিংয়ের মাধ্যমে ব্লক করার ব্যবস্থা রয়েছে। এতে জুড়ে দেয়া হয়েছে গুগলের ‘সেফ সার্চ’ ফিচার। পরিবার বা অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি আসতে পারে এমন কোনো ফলাফল কিডল অনুসন্ধানে পাওয়া যাবে না। যা পাওয়া যাবে তার গ্রহণযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেই মনে হয়।
আর এতে শিশুর মানসিক বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে এমন কনটেন্ট ফিল্টার সরবরাহ করা হয়।