আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। এর মাধ্যমে ভুয়া খবর ছড়ানো, সন্ত্রাসবাদে উস্কানি কিংবা হিংসায় ইন্ধন জোগাতে যারা ফেসবুক ব্যবহার করে, তাদের ওপর নজরদারি করা হবে।
ফেসবুকের নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, নজরদারির জন্য যে প্রোগ্রাম তারা তৈরি করবেন, তা দিয়ে সব রকমের নেতিবাচক পোস্ট আটকানো যাবে। আত্মহত্যা ঠেকাতেও সাহায্য করবে এই প্রোগ্রাম।
প্রোগ্রামের কিছু অংশকে ২০১৭ সাল থেকেই সক্রিয় করা হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর লাগবে।
জুকারবার্গ বলেনন, প্রতিদিন ফেসবুকে যে কয়েকশো কোটি পোস্ট করা হয়। সবগুলোর ওপর নজর রাখা কার্যত অসম্ভব। কিন্তু ফেসবুক এখন গবেষণা চালাচ্ছে কীভাবে লেখা, ছবি এবং ভিডিওর পর্যালোচনা করে সেখানে আপত্তিকর কিছু আছে কিনা, সেটা বোঝা যায়। কাজটা এখনও একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এ প্রোগ্রামের চূড়ান্ত লক্ষ্য, ব্যবহারকারীরা যাতে আইনের সীমার মধ্যে থেকে ফেসবুকে পোস্ট করতে পারেন। নতুন প্রোগ্রাম যাতে সব পোস্টের ওপর নজর রাখতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ফেসবুক ব্যবহারকারীরাও এমনভাবে সব পোষ্ট ‘ফিল্টার’ করতে পারবেন, যাতে যে জিনিস তারা দেখতে চান না, সেটা যেন তাদের টাইমলাইনে না আসে।
cheap canadian cialis cialis 200 mg no prescription