Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

চারলাখের বেশি ওয়েবসাইট ও ৫০ কোটি ইমেইল হ্যাক!

ইন্টারনেটের ১২০ কোটি পরিচয়পত্র হ্যাক করে নজির গড়ল রাশিয়ান হ্যাকাররা। এর মধ্যে যেমন রয়েছে বিশ্বের বড় সংস্থা সম্পর্কিত খুঁটিনাটি, তেমনই রয়েছে সাধারণ মানুষ সম্পর্কে বিস্তারিত তথ্য। চাঞ্চল্যকর এই খবর ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম।
বিপুল পরিমাণ ইন্টারনেট তথ্য হাতিয়ে হ্যাকিং ইতিহাসে নয়া নজির তৈরি করল রুশ হ্যাকাররা। আমেরিকার মিলওয়াকির সাইবার গোয়েন্দা সংস্থা ‘হোল্ড সিকিউরিটি’ জানিয়েছে, ইতিমধ্যে ৪,২০,০০০টি ওয়েবসাইটের তথ্য নাগালে পেয়েছে দুষ্কৃতকারীরা। এছাড়া, ৫০ কোটি ইমেইল অ্যাড্রেস-সহ ব্যক্তিগত তথ্যের হদিশ পেয়েছে তারা। চারলাখের বেশি ওয়েবসাইট ও ৫০ কোটি ইমেইল হ্যাক! চারলাখের বেশি ওয়েবসাইট ও ৫০ কোটি
নিরাপত্তার স্বার্থে হ্যাক হওয়া তথ্যের স্বত্বাধিকারীদের নাম ফাঁস করতে চায়নি গোয়েন্দা সংস্থা। মার্কিন সংস্থা ছাড়াও বেশ কিছু ছোটখাটো ওয়েবসাইট এবং ফরচুন ৫০০ সংস্থার ওয়েবসাইটেও উঁকি দিয়েছে হ্যাকাররা।
দীর্ঘ ১৮ মাসের অনুসন্ধানের ফলে সাইবার দুষ্কৃতকারীদের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। রাশিয়ার এই দলটিতে রয়েছে মোট ১২ জন। তাদের সকলেরই বয়স কুড়ির ঘরে। তবে তথ্য চুরি করলেও এখনও তা কোথাও বিক্রি করেনি তারা। সন্দেহ করা হচ্ছে, দলটির পিছনে রয়েছে আন্তর্জাতিক কোনও অপরাধ চক্র।

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015