জুমলা একটি পুরষ্কারপ্রাপ্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।আপনি যদি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নাও জানেন তবুও জুমলা দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে পারবেন।তবে যে কোডিং জানে সে এর কোড এডিট করে যত সুন্দর করতে পারবে আপনি তা পারবেননা।
*জুমলা একটা সফটওয়্যার যেটা দিয়ে মাউস ক্লিক দ্বারাই ওয়েবসাইট তৈরী সম্ভব।
*জুমলা শেখার জন্য অনেক ওয়েবসাইট (বাংলা ইংরেজী দুটোই) আছে এমনকি বাংলা বইও আছে যা বিনামুল্যে ডাউনলোড করা যায়।
*জুমলা শেখার বাংলা বই বা সাইটে এডভান্সড লেভেলের টিউটোরিয়াল তেমন উল্লেখযোগ্য নয় যেমন,জুমলার টেম্পপ্লেট ডিজাইন,জুমলার নিরাপত্তা,সিপ্যানেল টিপস ইত্যাদি।
*ওয়েবকোচবিডিতে এসব এডভান্সড টিউটোরিয়াল থাকবে।
*ওয়েবকোচবিডিতে জুমলার কিছু কিছু এমন টিউটোরিয়াল থাকবে যেগুলির জন্য আপনাকে এইচটিএমএল থেকে শুরু করে পিএইচপি পর্যন্ত সবকিছুর উপর দখল থাকতে হবে।যেমন টেমপ্লেট ডিজাইন।