Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

জুমলা সিকিউরিটি বা নিরাপত্তা টিউটোরিয়াল (Joomla Security Tutorial in Bangla)

আপনার জুমলা সাইটের নিরাপত্তার জন্য নিচের বিষয়গুলি খেয়াল রাখুন

*ভাল হোস্টিং প্রোভাইডারের কাছে সাইট হোস্ট করা : সস্তার তিন অবস্থা।কম দামে হোস্টিং সেবা এবং আনলিমিটেড ব্যান্ডওয়াইথ,ডেটাবেস ইত্যাদির প্রতিশ্রুতি যারা দেয় তাদের সমস্যা আছে।সস্তা দামে বেশি সুবিধা প্রদানকারী এসব সস্তা হোস্টিং প্রোভাইডারদের এড়িয়ে চলুন।শেয়ারড হোস্টিং এ বেশি সমস্যা ডেডিকেটেড এর তুলনায়,এসব জানতে এই সাইটের হোস্টিং টিউটোরিয়ালগুলি দেখতে পারেন।যাইহোক হোস্টিং করানোর আগে সিকিউরিটির ইস্যুগুলির ব্যাপারে তাদের জিজ্ঞেস করুন যেমন htaccess ফাইল কনফিগার করা,raw logs ফাইল এ এক্সেস পাওয়া ইত্যাদি।সর্বোপরি একজন অভিজ্ঞ ডেভেলপারের পরামর্শ নেয়া বুদ্ধিমানের কাজ হবে।জুমলা কিছু হোস্টিং প্রোভাইডারের তালিকা তাদের সাইটে অবশ্য দিয়েছে।

*মাঝে মাঝে সিকিউরিটি চেকলিস্ট দেখা : নিচের সাইট থেকে মাঝে মাঝে খবর নিতে পারেন এখানে জুমলার সর্বশেষ নিরাপত্তা বিষয়ক খবর ও সমাধান থাকে।

http://docs.joomla.org/Category:Security_Checklist

*জুমলার সর্বশেষ ভার্সন ব্যবহার করুন : কিছুদিন পরপরই জুমলার আপডেট বের হয়।আপনার সাইট সবসময় আপডেট রাখুন।যেভাবে আপডেট করতে হয়

*এক্সটেনশন সমাচার : আক্রমনযোগ্য জুমলার এক্সটেনশন ব্যবহার থেকে বিরত থাকুন।বিস্তারিত

*ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ ব্যাকআপ :এটা খুব দরকারি সাইটে নতুন কিছু যোগ করলে এর ব্যাকআপ নিয়ে রাখুন।ডেটাবেস এবং ফোল্ডারের।সাধারনত ডেটাবেসেই বেশি পরিবর্তন করা হয় তাই এখানে ডেটাবেস ব্যাকআপ নেয়ার পদ্ধতি আলোচনা করা হল।যেভাবে ব্যাকআপ নিবেন

*ডেটাবেস প্রিফিক্স পরিবর্তন করা : জুমলাতে ডিফল্ট ডেটাবেস প্রিফিক্স jos_ থাকে।এটা যদি পরিবর্তন না করেন তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার সাইট হ্যাক হবে।যেভাবে ডেটাবেস প্রিফিক্স পরিবর্তন করতে হয়

*ইউজার নাম এবং পাসওয়ার্ড মাঝে মাঝে পরিবর্তন করা : জুমলা ইনস্টল দেয়ার পর যখন লগিন করেন তখন ইউজার নাম admin এবং পাসওয়ার্ড দিতে হয়,এই ইউজার নাম admin পরিবর্তন করুন।যেভাবে করতে হবে

*htaccess ফাইল : htaccess ফাইল এটা ছোট্র একটা ফাইল জুমলার রুট ফোল্ডারে থাকে কিন্তু খুব পাওয়ারফুল।এখানে কোড লিখে সাইটের নিরাপত্তা বাড়ানো যায়।যেভাবে করবেন

*ফাইল অনুমতি বা পারমিশন : সিপ্যানেলে খুব সহজে ফাইলের পারমিশন একসেস পরিবর্তন করে নিরাপত্তা জোরদার করা যায়।যেভাবে করতে হবে

Share This:

Updated: 16/03/2017 — 11:45 AM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015