বাংলাদেশে বিভিন্ন ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে। কিছু অসাধু ও অদক্ষ ডোমেইন হোস্টিং ব্যবসায়ী তাদের অতি মুনাফা আয়ের লক্ষ্যে বিভিন্ন সময় কম দামে অপ্রত্যাশিত ডোমেইন হোস্টিং অফার দিয়ে থাকে।
সম্মানিত কাস্টোমাররা সেই অফারে ডোমেইন হোস্টিং নিয়ে পরের বছর থেকে সমস্যায় পরেন।
প্রথম বছর ১০০ বা ২০০ টাকা দিয়ে ডোমেইন নেইম। পরের বছর ১২০০-১৩০০টাকা, অনেক সময় সেই ডোমেইন আর খুজে পাওয়া যায়না। কারন, যে আপনাকে ডোমেইন দিয়েছে সে অন্য কোন কোম্পানী থেকে প্রোমো ডোমেইন ১ ডলার বা তার থেকেও কম দামে কিনেছে।