Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

দেখে নিন কিভাবে Jquery দিয়ে একটি percent skill circle slider তৈরি করা যায়।

ওয়েব ডিজাইনার ও ডেভেলপার ভাই ও বোনদের আমার Jquery plugin’s সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে আপনার ওয়েব পেজ এ একটি সুন্দর ও কার্যকরী percent skill circle slider তৈরি করা যায়।

jQuery হলো JavaScript এর সবচেয়ে জনপ্রিয় Framework। বিভিন্ন ব্রাউজার JavaScript কে execute করে ব্রাউজারে ফলাফল প্রদর্শন করার জন্য বিভিন্ন কৈশল অবলম্বন করে, jQuery এই কৈশল গুলোকে একটা একক(unique) format এ নিয়ে আসে। এর ফলে এখানে খুব সহজেই JavaScript এর code লেখা যায়। jQuery কে ক্রস-ব্রাউজার JavaScript লাইব্রেরি ও বলা হয়।

একটি static html পেজকে বিভিন্ন জেকুয়েরি প্লাগিন ব্যবহার করে প্রানবন্ত করা যায়। বলা হয়ে থাকে, যে ওয়েব ডিজাইনার যত বেশি ভাল জেকুয়েরি জানে সে ওয়েবের দুনিয়াই তত বেশি এক্সপার্ট।
তাই যেকোনো ওয়েব ডিজাইনার এর জন্য জেকুয়েরি জানা আবশ্যক। জেকুয়েরির বাসিক আপনি অনেক সহজেই অনলাইনের বিভিন্ন সাইট থেকে জেনে নিতে পারবেন। আমার টিউটোরিয়াল এ আমি জেকুয়েরির
কিছু চমৎকার প্লাগিন নিয়ে আলোচনা করব এবং দেখাব কিভাবে সেগুলো আপনি ব্যবহার করে themeforest বা অন্যান্য প্রিমিয়াম মার্কেটপ্লেস এর জন্য প্রিমিয়াম থিম তৈরি করবেন কিংবা আপনার নিজস্ব ওয়েব
সাইটে ব্যবহার করবেন।

Share This:

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015