Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

প্ল্যান রেডি, মঙ্গল গ্রহে তৈরি হবে মেগাসিটি!

আর ১০০ বছর। তারমধ্যেই মঙ্গলে তৈরি হয়ে যাবে ‘মেগাসিটি’। জনসংখ্যা বেড়ে যাচ্ছে বলে পৃথিবীর মানুষকে আর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না। লালগ্রহেই ফ্ল্যাট কিনে সাজিয়ে-গুছিয়ে থাকতে পারবে মানুষ। কারণ ২১১৭-র মধ্যে মঙ্গলের মাটিতে ‘শহর’ তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত।

স্থল-জলের সীমা ছাড়িয়ে যুদ্ধ এখন মহাকাশে। মহাকাশে জায়গা দখলের দৌড়ে কে কাকে টেক্কা দিতে পারে! ইএবার একেবারে মঙ্গলের মাটিতে ‘মেগাসিটি’ তৈরির নকশা প্রকাশ্যে আনল সংযুক্ত আরব আমিরাত।

কীভাবে মানুষ মঙ্গলে যাবে? মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার জন্য নতুন মহাকাশযানের নকশা কীরকম হবে? কীভাবে সেখানে গিয়ে চাষাবাদ করে ফসল তৈরি করবে মানুষ? কীভাবে তৈরি হবে বিদ্যুৎ? এসব প্রশ্নের উত্তর নকশায় উল্লেখ করা হয়েছে।

মহাকাশের লুকিয়ে থাকা রহস্যের প্রতি মানুষের দুর্নিবার টান। অন্য গ্রহে যাওয়ার স্বপ্ন মানুষ বারবারই দেখেছে। এবার একবারে বসতি স্থাপনের পরিকল্পনা।

 

Share This:

Updated: 19/02/2017 — 7:01 PM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015