অনেকটা জাদুঘরে জায়গা হওয়ার মতো অবস্থা ‘নোকিয়া ৩৩১০’ মোবাইল হ্যান্ডসেটটির। অসংখ্য কোম্পানির শত শত মডেলের স্মার্টফোনের দাপটে অনেক আগেই হারিয়ে গেছে এ হ্যান্ডসেটটি। তবে প্রথমদিককার এ সেটটির প্রতি নস্টালজিয়ার ওপর ভর করে ফের ‘৩৩১০’ হ্যান্ডসেটটি বাজারে আনতে যাচ্ছে নোকিয়া।
২০০০ সালে লঞ্চ করা ফোনটি সেই সময় ইতিহাস তৈরি করেছিল। টেকসই, স্থায়িত্ব এবং ব্যাটারি ব্যাকআপের বিচারে বাকি ফোনগুলিকে কয়েক শো মাইল পিছনে ফেলে দিয়েছিল এই ফোনটি। অনেকে এটিকে ‘আম পাড়া সেট’ বলেও মন্তব্য করতেন।
সম্প্রতি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বাজারে পুনরায় মিলবে এই ফোন সেটটি। ওইদিন একইসঙ্গে নোকিয়া ৩ ও নোকিয়া ৫ লঞ্চ করা হবে।
সূত্রের খবর, এই ‘নোকিয়া ৩’-এর দাম হতে পারে ১৬০ ডলারের মতো এবং ‘নোকিয়া ৫’-এর দাম হতে পারে ২১০ ডলারের কাছাকাছি।
এদিকে নোকিয়ার ডিস্ট্রিবিউটর এইচএমডি গ্লোবাল জানিয়েছে, নোকিয়ার আরও বেশ কয়েকটি পুরনো ফোনকে বাজারে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।