Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ফেসবুকে আসছে ‘ডিজলাইক’ অপশন

ফেসবুকে এমন অনেক পোস্ট দেখে অপছন্দ হলে ‘ডিজলাইক’ দেওয়ার ইচ্ছা করে অনেকের। তাই ডিজলাইক বাটন চান অনেকে। ফেসবুকে এতদিন পর্যন্ত লাইকের অপশান থাকলেও এখন রিঅ্যাকশান এর জন্য ডিজলাইকও থাকবে। তবে এবারে ফেসবুক ইউজারদের সুবিধা করে দেওয়ার জন্য ‘ডিজলাইক’ এর সুযোগ করে দিচ্ছে।

সরাসরি ফেসবুকে ডিজলাইক বাটন না আনলেও মেসেঞ্জারে তা অ্যাড করেছে ফেসবুক। মেসেজের জবাবে এই রিঅ্যাকশনগুলো ব্যবহার করা যাবে। তবে তার মধ্যে রাখছে একটি ডিজলাইক বাটন। অবশ্য এই ফিচার এখনই সবার কাছে আসছে না। কিছু মানুষের কাছে মেসেঞ্জারে রিঅ্যাকশন বাটন দিয়ে পরীক্ষা করছে ফেসবুক। যাঁরা এ সুযোগ পাচ্ছেন, তাঁরা সাতটি রিঅ্যাকশন ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারছেন। এগুলো হচ্ছে হার্ট, লোল, ওয়াও, স্যাড, অ্যাংরি, থাম্বস আপ লাইক ও থাম্বস ডাউন ডিজলাইক।

নতুন এ বাটনগুলো নিয়ে আসার ব্যাপারে নিশ্চিত করেছেন ফেসবুকের একজন মুখপাত্র। তিনি বলেছেন, ‘মেসেঞ্জারকে আরো মজাদার ও জনপ্রিয় করতে সব সময় নানা ফিচার নিয়ে পরীক্ষা চালানো হয়। এটি একটি ছোট পরীক্ষা, যার মাধ্যমে মানুষকে আমরা ইমোজি শেয়ার করার সুবিধা করে দিচ্ছি।

 

Share This:

Updated: 08/03/2017 — 10:41 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015