Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ফেসবুকে সময় দিলে আয়ু বাড়বে!

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির পরিমিত ব্যবহার আয়ু বাড়াতে ভূমিকা রাখে। যদি সে ব্যবহারের ফলে বাস্তব জীবনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি এমন দাবি করেছেন।

গবেষক উইলিয়াম হবসের মতে, অনলাইনে আলাপচারিতা স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হতে পারে যদি তা পরিমিত পর্যায়ের হয়। অনেক সময় অফলাইনেও এর প্রতিফলন দেখা যায়। অর্থাৎ সে সম্পর্কটি যদি অফলাইনেও একই রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া যুক্ত হয়, তবে ভালই। অন্যদিকে বাস্তব জীবনের সম্পর্ক ব্যতীত যারা অনলাইনে অনেক সময় ব্যয় করেন, তাদের ক্ষেত্রে এর ফলাফল হয় নেতিবাচক। তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আসক্তি বরং মৃত্যু ত্বরান্বিত করে।

ক্যালিফোর্নিয়ায় এক কোটি ২০ লাখ মানুষের ওপর ওই গবেষণাটি করা হয়। এদের সবার জন্ম ১৯৪৫ থেকে ১৯৮৯ সালের মধ্যে। এসব ব্যক্তির ফেসবুক প্রোফাইলের নাম এবং জন্মতারিখ যাচাই করার জন্য একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন গবেষকেরা। তাতে দেখা গিয়েছে, যারা প্রায়ই ফেসবুক ব্যবহার করেন এমন ব্যক্তিরা ফেসবুক ব্যবহার করেন না এমন ব্যক্তিদের তুলনায় দীর্ঘজীবী হন।

 

Share This:

Updated: 21/02/2017 — 1:21 AM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015