হাত থেকে পড়ে গিয়ে বা ভুল করে প্যান্টের পকেটে থাকা অবস্থায় পানিতে ভিজি বহু ফোন নষ্ট হয়েছে। তবে এ বার আর সে সম্ভাবনা নেই। নতুন এক স্ক্রিন গার্ডের আবির্ভাব হয়েছে, যার জেরে আপনার ফোনে কোনও রকম ক্র্যাক তো দূরস্থান একটা স্ক্র্যাচও পড়বে না। এমনকী হাত থেকে পড়ে গেলেও থাকবে একেবারে সুরক্ষিত।
এক কথায় ফোনের একটা বর্ম হিসাবে কাজ করবে, কিন্তু সেটা একেবারে অদৃশ্য। তার আলাদা করে কোনও ওজনও আপনি অনুভব করতে পারবেন না। পরীক্ষার জন্য হাতুড়ি দিয়ে আঘাত করেও দেখা হয়েছে। তাতেও স্ক্রিনে কোনও প্রভাব পড়েনি। তার সঙ্গে ফোন হয়ে উঠবে ওয়াটারপ্রুফ এবং ব্যাক্টেরিয়া রেজিস্ট্যান্ট।
এটিকে বলা হচ্ছে লিক্যুইড গ্লাস প্রযুক্তি। পানির মতো দেখতে। হাত দিয়েই ফোনে লাগিয়ে দেওয়া যেতে পারে। ফোনের যে অংশে আপনি এটি প্রয়োগ করবেন মাত্র ১০ মিনিটের মধ্যে তা প্রায় আনব্রেকেবেল হয়ে যাবে।
cialis dosage recommended generic version of cialis
stromectol tab price ivermectin cream