সম্মানিত ভিসিটর আশা করি ভালো আছেন।আমিও ভাল আছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলো অনপেজ অপ্টিমাইজেশন কি?কেন?কিভাবে? করতে হয়। এসইও করার প্রথম ধাপ হচ্ছে অনপেজ অপ্টিমাইজেশন। তাই এসইও করার প্রথম ধাপ নিয়ে আজকে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।
অনপেজ অপ্টিমাইজেশন কি?
সরাসরি ওয়েবসাইটের কোড এডিট করে যে পদ্ধতিতে সার্চইঞ্জিন এর সাথে সর্ম্পক করানো হয়ে থাকে বা এসইও করা হয়ে থাকে তাহলো অনপেজ অপ্টিমাইজেশন।
অনপেজ অপ্টিমাইজেশন কেন করা হয়?
অনপেজ অপ্টিমাইজেশন না করলে গুগল এ আমাদের ওয়েবসাইট প্রদর্শিত হবে না বা গুগল এর সাথে আমাদের ওয়েবসাইটের কোনো সর্ম্পক তৈরী হবে না।
অনপেজ অপ্টিমাইজেশন কিভাবে করা হয়?
অনপেজ অপ্টিমাইজেশন কিভাবে করতে হয় এটা আসলে এক কথায় বলার মতো কিছু না।কিভাবে করতে হয় তার জন্য একটু ধর্য্য ধরুন পূরিপূরণ টিটোরিয়াল আমি দেবো আপনাদের।
stromectol uk buy buy liquid ivermectin
free trial cialis price of cialis 20 mg