Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

সেরা ওয়েব ডিজাইনার হয়ে উঠুন

বর্তমানে ফ্রীলান্সিং একটি একটি জনপ্রিয় পেশা । আর এই পেশায় রয়েছে হাজারো রকম কাজের ক্ষেত্র । এই সকল কাজের ক্ষেত্র গুলুর একটি হচ্ছে ওয়েব ডিজাইন পেশা । বর্তমান সময়ে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে আর যা পরবর্তী সময় গুলুতেও বজায় থাকবে । চাইলে আপনিও একজন ওয়েব ডিজাইনার হতে পারেন আর গড়তে পারেন সফল ক্যারিয়ার । একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমান শিখতে হবে আর ধৈর্য ধারন করতে হবে । আপনার শিখার আগ্রহকে কখনোই নষ্ট করা যাবে না । সর্বদাই শিখার মধ্যে আপনাকে থাকতে হবে । আমরা জানি যে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আমাদেরকে কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হয় আর সেই ল্যাঙ্গুয়েজ গুলু হলঃ এইচটিএমএল, সিএসএস, জাভা ক্রিপ্ট, জেকুয়েরি ইত্যাদি। আর এই ল্যাঙ্গুয়েজ গুলু ভাল ভাবে শিখার পর আপনি একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন । আমাকে একটা প্রশ্নের সম্মুখীন প্রতিনিয়তই হতে হয় আর সেই প্রশ্নটি হচ্ছে যে আমি কিভাবে ওয়েব ডিজাইন শিখা শুরু করব এবং কোথা থেকে শুরু করব ? উত্তরঃ ওয়েব ডিজাইন আপনি কয়েক ভাবে শিখতে পারেন।
১। ট্রেনিং সেন্টার
২। অনলাইনে বিভিন্ন ব্লগ পরে বা গুগুলের সাহায্য নিয়ে
৩। ভিডিও টিউটোরিয়াল দেখে ।
এই উপায় গুলু ফলো করে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন । এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ৩ উপায় এর মধ্যে কোনটা আমার জন্য ভাল হবে ? প্রথম দুইটা উপায় আপনার জন্য সব থেকে বেশি ভাল হবে । এখন আবার প্রশ্ন যে, তিন নাম্বারটা কেন বেশি ভাল হবে না ? উত্তরঃ আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখেন তাহলে আপনার শিখার আগ্রহ ওই ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । কোন কিছু জানার জন্য আপনি ভিডিও টিউটোরিয়াল খুঁজবেন, ভিডিও টিউটোরিয়াল এর উপর নির্ভর থাকবেন । কোন কিছু জানার জন্য তখন আপনি গুগল ব্যাবহার করবেন না ইউটিউব ব্যাবহার করে ভিডিও খুঁজবেন । যার কারনে আপনার জ্ঞান ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । যার কারনে ভিডিওটাকে আমি ওই ভাবে সাপোর্ট করি না । বাকি রইল ২ টা ট্রেনিং সেন্টার অ্যান্ড অনলাইনে ব্লগ পরে । আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ওয়েব ডিজাইনার হতে চান তাহলেও পারবেন তবে আপনাকে ভাল মানের ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এক্সপার্টদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে । যদি সেই রকম কোন ট্রেনিং সেন্টার না পান তাহলে অনলাইনকে বেছে নিন । এখন ধরুন আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে ওয়েব ডিজাইন ট্রেনিং শেষ করলেন । আর ট্রেনিং শেষ করার পর যদি আপনি মনে করেন যে আপনি ওয়েব ডিজাইনার হয়ে গেছেন তাহলে মস্ত বড় ভুল করলেন । এখন বর্তমানে ট্রেনিং সেন্টার গুলুতে মোটামুটি বেসিক শিখানো হয় আর দুই একটা প্রোজেক্ট করে দেখানো হয় । আপনি সেই প্রোজেক্ট গুলু করেই একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন না । একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে হলে কমপক্ষে ১ বৎসর সময় লাগে আর সেখানে আপনি মাত্র ৩-৪ মাসের একটি ট্রেনিং শেষ করে ভাল মানের ওয়েব ডিজাইনার হয়ে যেতে পারবেন না । এটা শুধু মাত্র স্বপ্নে সম্ভব । এখন আপনি হয়ত ভাবছেন যে ভাইত শুধু অকাজের প্যাঁচাল পারতেছে আর সেই টুকুতো আমরা জানিই সেরা হওয়ার জন্য জন্য আমাদের কি করতে হবে সেটাতো বলতেছে না ! অস্থির হবেন না বলছি, আপনি ট্রেনিং শেষ করেছেন এবং মোটামুটি কাজ পারেন কিন্তু এক্সপার্টরা যেমন পারেন আপনি তেমন পারেন না এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এক্সপার্ট হব ? আপনার প্রশ্ন আর আমার আলোচনার মুল বিষয় এক । একজন এক্সপার্ট ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে । প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনি যা শিখেছেন সেই টুকু দিয়ে একটা প্রোজেক্ট দাঁড় করান (ট্রেনিং সেন্টারে আপনাকে যে প্রোজেক্টটা করে দেখানো হয়েছিল সেটা নয় । নতুন কোন প্রোজেক্ট করেন । ট্রেনিং সেন্টারে আপনাকে যেটা করে দেখানো হয়েছিল সেটা যদি ভাল করে না পারেন তাহলে সেটাও করতে পারেন যদি পারেন তাহলে আপনার আইডিয়া দিয়ে একটি প্রোজেক্ট করেন ) ।
এই উপায় গুলু ফলো করে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন । এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ৩ উপায় এর মধ্যে কোনটা আমার জন্য ভাল হবে ? প্রথম দুইটা উপায় আপনার জন্য সব থেকে বেশি ভাল হবে । এখন আবার প্রশ্ন যে, তিন নাম্বারটা কেন বেশি ভাল হবে না ? উত্তরঃ আপনি যদি ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখেন তাহলে আপনার শিখার আগ্রহ ওই ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । কোন কিছু জানার জন্য আপনি ভিডিও টিউটোরিয়াল খুঁজবেন, ভিডিও টিউটোরিয়াল এর উপর নির্ভর থাকবেন । কোন কিছু জানার জন্য তখন আপনি গুগল ব্যাবহার করবেন না ইউটিউব ব্যাবহার করে ভিডিও খুঁজবেন । যার কারনে আপনার জ্ঞান ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ থাকবে । যার কারনে ভিডিওটাকে আমি ওই ভাবে সাপোর্ট করি না । বাকি রইল ২ টা ট্রেনিং সেন্টার অ্যান্ড অনলাইনে ব্লগ পরে । আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ওয়েব ডিজাইনার হতে চান তাহলেও পারবেন তবে আপনাকে ভাল মানের ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এক্সপার্টদের কাছ থেকে ট্রেনিং নিতে হবে । যদি সেই রকম কোন ট্রেনিং সেন্টার না পান তাহলে অনলাইনকে বেছে নিন । এখন ধরুন আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে ওয়েব ডিজাইন ট্রেনিং শেষ করলেন । আর ট্রেনিং শেষ করার পর যদি আপনি মনে করেন যে আপনি ওয়েব ডিজাইনার হয়ে গেছেন তাহলে মস্ত বড় ভুল করলেন । এখন বর্তমানে ট্রেনিং সেন্টার গুলুতে মোটামুটি বেসিক শিখানো হয় আর দুই একটা প্রোজেক্ট করে দেখানো হয় । আপনি সেই প্রোজেক্ট গুলু করেই একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন না । একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে হলে কমপক্ষে ১ বৎসর সময় লাগে আর সেখানে আপনি মাত্র ৩-৪ মাসের একটি ট্রেনিং শেষ করে ভাল মানের ওয়েব ডিজাইনার হয়ে যেতে পারবেন না । এটা শুধু মাত্র স্বপ্নে সম্ভব । এখন আপনি হয়ত ভাবছেন যে ভাইত শুধু অকাজের প্যাঁচাল পারতেছে আর সেই টুকুতো আমরা জানিই সেরা হওয়ার জন্য জন্য আমাদের কি করতে হবে সেটাতো বলতেছে না ! অস্থির হবেন না বলছি, আপনি ট্রেনিং শেষ করেছেন এবং মোটামুটি কাজ পারেন কিন্তু এক্সপার্টরা যেমন পারেন আপনি তেমন পারেন না এখন আপনার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এক্সপার্ট হব ? আপনার প্রশ্ন আর আমার আলোচনার মুল বিষয় এক । একজন এক্সপার্ট ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে । প্রথমে আপনাকে যা করতে হবে তা হল আপনি যা শিখেছেন সেই টুকু দিয়ে একটা প্রোজেক্ট দাঁড় করান (ট্রেনিং সেন্টারে আপনাকে যে প্রোজেক্টটা করে দেখানো হয়েছিল সেটা নয় । নতুন কোন প্রোজেক্ট করেন । ট্রেনিং সেন্টারে আপনাকে যেটা করে দেখানো হয়েছিল সেটা যদি ভাল করে না পারেন তাহলে সেটাও করতে পারেন যদি পারেন তাহলে আপনার আইডিয়া দিয়ে একটি প্রোজেক্ট করেন ) ।
ভাল লাগলে ঘুরে আসুন আমার ওয়েবসাইট S Technologies Limited ( STechBD.Net ) এবং Ulkaa.Com
ফেসবুকে আমি Facebook.Com/AAShemul

Share This:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015