আজকাল প্রায় সব মধ্যম বাজেটের স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া থাকে। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে চোখের পলকে খুব সহজেই ফোন আনলক করা যায়। প্যাটার্ন, পাসওয়ার্ড এসব পদ্ধতির চেয়ে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ মিলিয়ে স্মার্টফোন আনলক করার জন্য শুধুমাত্র ফোনের নির্দিষ্ট স্থানে একবার আঙুল ছোঁয়ানোই যথেষ্ট। কেমন হত, যদি এভাবে আপনার কম্পিউটারটিও আনলক করা যেত?
কিন্তু এখন পর্যন্ত বেশিরভাগ ল্যাপটপেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া থাকেনা। যে দুয়েকটি ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন আছে সেগুলোও সঠিকভাবে কাজ করাতে অনেক ঝামেলা। আমার এইচপি প্রোবুক ৪৫০ সিরিজের ল্যাপটপে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটা মোবাইলের মত অত দক্ষ না।
উইন্ডোজ ১০ ক্রিয়েটরস আপডেট দিয়ে কম্পিউটারে স্যামসাং ফ্লো অ্যাপের জন্য সাপোর্টেড ড্রাইভার ইনস্টল করে গ্যালাক্সি সিরিজের যেকোনো ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ফোনের মাধ্যমে কম্পিউটার আনলক করা যাবে। এজন্য আগে পিসির সাথে ফোনটিকে ব্লুটুথ বা ওয়াইফাই হটস্পটের মাধ্যমে সংযুক্ত করে ফিঙ্গারপ্রিন্ট সেইভ করে নিতে হবে। এরপর প্রতিবার মোবাইল থেকে সেই আঙ্গুলের ছাপ দিয়ে পিসিতে লগইন করা যাবে। গুগল প্লে স্টোরে একজন ব্যবহারকারীর রিভিউয়ের জবাবে স্যামসাং সাপোর্ট প্রতিনিধি সকল উইন্ডোজ ১০ চালিত পিসি সাপোর্ট করার এই তথ্য জানিয়েছেন।
অবশ্য মাইক্রোসফট চাইলে নিজেই মোবাইল অ্যাপ্লিকেশন বের করে এই সুবিধা দিতে পারে। তখন যেকোনো ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ফোনে মাইক্রোসফটের অ্যাপ ইনস্টল করে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই করে উইন্ডোজ কম্পিউটারে সাইনইন করা যাবে। যদি এমন কোনো সুবিধা আসে, তাহলে আমি আপনাদের তা জানিয়ে দেব আশা রাখছি। আপাতত ফিঙ্গারপ্রিন্ট যুক্ত স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরাই দিন গুণতে থাকুন!