Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-১৫] :: রুমে বসে থেকে সারা জীবন বৃষ্টির খবর নেন।

আসসালামু আলাইকুম
সখল প্রশংসা আল্লাহর আল্লাহ সর্ব শক্তিমান।
বন্ধুরা সবার প্রতি আমার সালাম ও ভালবাসা রইল,
আজ আপনাদেরকে একটি খুব সুন্দর সারকিট দিব যা
আপনার ছাদে শুকানো কাপর গুলি বৃষ্টিতে ভিজতেছে
কি না তা রুমে বসে অতি সহজেই বুঝতে পারবেন।
আপনি রুমে বসেই ছাদের বৃষ্টির খবর নিতে পারবেন।
বিশেষ করে ঢাকা শহরে বিল্ডিং এর ভিতর থেকে
বাহিরে বৃষ্টি হচ্ছে কি না একেবারেই বোঝা যায় না।
আসুন সারকিটটিতে ব্যবহ্রত পার্স গুলি দেখে নেই।
এটি হল একটি ট্রান্জেষ্টর, BC588 মাঝে বেইজ, বামে কালেক্টর, ডানে ইমিটর, গ্রোপ PNP ।
এটি হল একটি ট্রান্জেষ্টর, D400 ডানে বেইজ, মাঝে কালেক্টর, বামে ইমিটর, গ্রোপ NPN ।
এটি হল একটি সিরামিক কেপাসিটর এর কোন পোলারেটি নাই।
এটি হল একটি রেইন সেন্সর আপনার নিজের হাতে তৈয়ার করে নিতে হবে। সেন্সর টি কি ভাবে তৈয়ার করবেন
বাজারে পি সি বি বোর্ড কিনতে পাওয়া যায়, এ রকম লাইন কাটা থাকে আপনার কাজটি হল পি সি বি বোর্ডটির
উপরে এবং নিচের মাথা টি যে ভাবে ছবিটিতে রেইন সেন্সর টি দেখানো হয়েছে এ ভাবেই মাথা গুলি শর্ট করুন
এবং দুইটি কানেকশান বেড় করুন তার পর সারকিটের সাথে কানেকশান করুন । সেন্সর টি এমন যায় গায় বসাবেন
যখনি বৃষ্টি শুরু হয় বৃষ্টির পানি সহজেই যাতে করে সেন্সর টির উপরে পরে। সেন্সর টির উপরে বৃষ্টির পানি পরার সাথে
সাথেই স্পিকার থেকে এক ধরনের শব্দ বের হবে । তখন আপনি সহযেই বোঝতে পারবেন বাহিরে বৃষ্টি হচ্ছে।

Share This:

Updated: 05/03/2017 — 7:43 PM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015