Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ডোমেইন ও হোস্টিং কি?

ডোমেইন নেম কি?
সারা পৃথিবীর মানুষ আপনার কোম্পানীকে কোন না কোন নামে খুঁজবে। নাম ছাড়া কখন খুজে পাওয়া সম্ভব না। যেমন আপনাকে যদি কেউ ফোন করতে চায় তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বার জানতে হবে। তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রেও একটা নাম্বার অথবা নাম থাকতে হবে। সেই নাম সার্চ  করেই আপনাকে অথবা আপনার কোম্পানীকে চিনতে পারবে। সেই নাম, নাম্বার অথবা ঠিকানাই হচ্ছে একটা ডোমেইন নেম। যেমন facebook.com এটি একটি একটি ডোমেইন নেম।  এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।

ওয়েব সাইট হোস্টিং কি?
কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন। সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ।
আপনার ওয়েবসাইটটিকে যদি তুলনা করা হয় আপনার প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হিসাবে, তবে তার তথ্য বা কনটেন্ট হবে এর আসবাবপত্র। আর ওয়েবসাইট ডেভেলপ করাকে তুলনা করা যাবে বাড়িটি তৈরি করার সাথে। সেক্ষেত্রে ওয়েবসাইট হোস্টিংকে তুলনা করা যায় আপনার অফিস বিল্ডিংয়ের জন্য জায়গা কেনা এবং সে জায়গায় বাড়িটি তৈরি করার সাথে। তবেই ভিজিটররা ওয়েবসাইটি ব্যবহার করার সুযোগ পাবে।

Share This:

Updated: 20/07/2015 — 12:11 AM

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015