ফ্রি ডোমেইন এর কিছু ওয়েব সাইটঃ
এবার আপনাকে একটি সার্ভার (হোস্ট) নিতে হবে। ডোমেইন এর মত এটার জন্যও কিছু অর্থ প্রদান করতে হয়। তবে এর জন্যও বেশ কিছু ওয়েব সাইট যেখানে আপনার ওয়েব সাইট এর সকল তথ্য রাখার জন্য কিছু অংস বিনামূল্যে প্রদান করেন।
ফ্রি ওয়েব হোস্টিং এর কিছু ওয়েব সাইটঃ
- http://000webhost.com/
- http://freehostia.com/
- http://x10hosting.com/
- http://byethost.com/free-hosting/
- http://satisfyhost.org/
- http://dhmart.info/
- http://mister.net/free-web-hosting
তবে মনে রাখবেন দুধের সাধ কোনদিন ঘোল দিয়ে মিটানো যায় না। তাই ফ্রি হোস্টিং ও ডোমেইন এর চেয়ে কিছু টাকা দিয়ে হলেও কিনে নেয়াই ভালো। কারন কেনা হোস্টিং এ আপনি সাপোর্ট পাবেন এর ফ্রি হোস্টিং এ সাইট বন্ধ হয়ে গেলেও আপনার কিছু করার থাকবে না।