Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

.htaccess ফাইল দিয়ে নিরাপত্তা

যেখানে জুমলা ইনস্টল দিয়েছেন সেখানে অর্থ্যাৎ রুট ফোল্ডারে গেলেই htaccess নামে একটা টেক্সক্ট ফাইল দেখতে পাবেন এটা যেকোন টেক্সক্ট এডিটরে খুলুন এবং নিচের মত কোডগুলি লিখুন এতে আপনার configuration.php এবং htaccess নিজে নিরাপদ হয়ে যাবে।গুরত্বপূর্ন যেকোন ফাইল এভাবে কোড লিখে নিরাপদ করতে পারেন।

1.<Files .htaccess>
2.order allow,deny
3.deny from all
4.</Files>
5.<Files configuration.php>
6.order allow,deny
7.deny from all
8.</Files>

 

পরে এই ফাইলটির নাম htaccess.txt থেকে পরিবর্তন করে .htaccess  দিন।উইন্ডোজে যদি লোকালহোস্টে এই নাম পরিবর্তন করতে সমস্যা হয় তাহলে ইতস্তত হবার কোন কারন নেই কারন সার্ভারে (হোস্টিং করার পর) সিপ্যানেলে এই ধরনের কোন সমস্যা হবেনা।

htaccess ফাইলের কাজটি শেষ করার পর Global Configuration এ গিয়ে Site ট্যাবের অধীনে ডানদিকে SEO Settings থেকে Use Apache mod_rewrite  এর  পাশে  Yes রেডিও বাটন ক্লিক করে সেভ  করে বেরিয়ে আসুন।

Share This:

Updated: 16/03/2017 — 11:40 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain Hosting Market © 2015