আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহামদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি।
আজ আপনাদের জন্য আবার এসে পরলাম নতুন কিছু নিয়ে, সব সময় চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাজে হাজির হতে, কি করবো কাজের ব্যস্ততার জন্য পারি না, সব বাদ দিন।
চলুন আসল কথায় আসি এখন যেই হারে মানুষ Android Smart Phone ব্যবহার করা সুরু করেছেন, তাতে খালি বেড়েই যাবে মনে হচ্ছে কমার কোন সুযোগ নাই, আর সাথে সুধু নতুন Brand আর নতুন Brand খালি নতুন আসছেই তার মধ্য দিয়ে ভালোই এগিয়ে যাচ্ছে Oppo Mobile যদিও বরাবর এর মতো চাইনিজ কোম্পানি তবে হেডকোয়াটারর Mountain View, California United States এ, তবে মানুষ যে হারে Oppo ব্যবহার করা সুরু করেছে, তাতে oppo এর চাহিদা বেড়েই যাচ্ছে, এই কম্পানির Smart Phone গুলোর সার্ভিস ও খুব ভাল।
তাই অনেকেই দেখি এখন oppo ব্যবহার করছেন, তাই আজকে আপনাদের জন্য Oppo ফোন এর হার্ড রিসেট কিভাবে করবেন সেটা দেখাবো, আমি যেই কারনে হার্ড রিসেট করেছি সেটা হলো পেটাম লক ভুলে যাওয়া ।
এটা আপনারা যে যে কারণে মারতে পারেন।
আপনার মোবাইল স্লো করছে।
পাসওয়ার্ড ভূলে গেছ…
ফোনের অ্যাপস গুলো সমস্যা করছ।
প্লে স্টোর বার বার স্টপ হয়ে যাচ্ছে।
এছাড়াও ছোট খাট যে কোন সফটওয়্যার সমস্যাার জন্য হার্ড রিসেট মারতে পারেন।