আসুন শিখে নেই কিভাবে মাত্র $.99 ডলারে (৮০ টাকায়) ডোমেইন কিনবেন!
প্রোমো ডোমেইন অনেক ডোমেইন প্রোভাইডারই সেল করে থাকে। তন্মধ্যে টপ লেবেল ডোমেইন প্রোভাইডার হচ্ছে Godaddy.com।
এই কোম্পানি সারা বছরই প্রোমো ডোমেইন সেল করে আসছে যা মাত্র $.৯৯ ডলারে। তবে তাদের শর্ত হল প্রতি ১টি ডোমেইন একজন কাস্টমারই ১টি মাস্টার কার্ড দিয়ে কিনতে পারবে। অর্থাৎ একজন একাধিক ডোমেইন কিনতে পারবে না।
আপনাকে প্রতিটা ডোমেইনের জন্য ১টা মাস্টার কার্ড করতে হবে। তবে এতো মাস্টার কার্ড পাবেন কোথায়? হ্যাঁ মাস্টার কার্ড পাওয়ারও সহজ পদ্ধতি আছে। neteller.com দিচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড। সাইন-আপ করে কিছু ডলার লোড দিয়ে আপনার আইডি কার্ড সাবমিট করলেই আপনার একাউন্ট ফেরিভাইসহ কার্ডটি একটিভ হয়ে যাবে। তারপর আপনি কিনতে পারবেন Godaddy থেকে .কম ডোমেইন মাত্র $.৯৯ ডলারে তথা বাংলাদেশী টাকায় মাত্র ৮০ টাকায়।
ডোমেইন অর্ডার করতে এখানে ক্লিক করুন- Godaddy Domain
কিছু কোপন কোডের লিংক দেওয়া হল-
প্রোমো ডোমেইনের জন্য যা যা দরকার-
- ১টি মাস্টার কার্ড।
- মাস্টার কার্ড ভেরিফাই করতে ১টি ভোটার আইডি কার্ড অথবা, পাসপোর্ট।
- কার্ডে ব্যালেন্স লোড করার জন্য একটি স্ক্রিল (skrill.com) একাউন্ট।
এইভাবে যতটা খুশি ততটা একাউন্ট করতে পারবেন আর প্রতিটা দিয়ে প্রোমো ডোমেইন কিনতে তো পারবেনই।
বিঃদ্রঃ Godaddy যদি বুঝতে পারে আপনি একজন ব্যক্তি একাধিক ডোমেইন কিনতেছেন তাহলে আপনার Godaddy একাউন্ট ব্লক করতে দিতে পারে। তাই আপনাকে সাবধানে অর্ডার করতে হবে। সম্ভব হলে প্রতিবার নতুন নতুন আইপি দিয়ে ডোমেইন অর্ডার করবেন। আর ডোমেইন অর্ডার করার সময় মাস্টার কার্ডের নাম ও ঠিকানা দিয়ে অর্ডার করবেন।