অ্যান্ড্রয়েড মোবাইলের অন্যতম একটি সুবিধা হলো এর ফাইল ব্রাউজ করা খুবই সহজ আর অসংখ্য কাস্টমাইজেশন। আর যদি মোবাইল রুট করা থাকে তবে তো কথাই নেই। যেকোন ফাইল আপনি ব্রাউজ ও এডিট করতে পারবেন। তবে মোবাইলে যে ডিফল্ট ফাইল ম্যানেজার দেওয়া থাকে তাতে তেমন ভালো ফীচার থাকে না। এমনকি অনেক মোবাইলের ডিফল্ট ফাইল ম্যানেজারে ZIP /RUR ফাইল তৈরি করা ও UnZIP /UnRAR ওপেন করাও যায় না। থাকে না কোন এফটিপি ম্যানেজার কিংবা বিভিন্ন কানেকটিভিটি সেটিংস। তাই আপনি যদি ফাইল এক্সপ্লোর করার অনন্য এক্সপিরিয়েন্স নিতে চান তবে ব্যবহার করতে পারেন কিছু ভালো মানের ফাইল ম্যানেজার। তো চলুন অ্যান্ড্রয়েডের জন্য শীর্ষ পাঁচটি ফাইল ম্যানেজার সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখে নেই।
আশাকরি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাব্স্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেইজে লাইক এবং চ্যানেলে সাব্স্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ