সালাম নিবেন,আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, ত অনেক দিন পর আবার ইউটিউব নিয়ে কিছু দিন যাবতৎ কাজ শুরু করছি। ত আমার টিউন হলো তাদের জন্য যারা নতুন এবং যারা ওয়াটার মার্ক সেটআপ করতে পারে নাই। আমি অনেক সহজ ভাবে টিউনগুলো করার চেষ্টা করছি,আশা করি যারা মোটামুটি বুঝে তারা ত বুঝবেই,যারা একেবারে নতুন তারা খুব সহজে বুঝতে পারবে।
ওয়াটারমার্ক তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা লোগো তৈরি করতে হবে। লোগোটি তৈরি করে ওয়াটারমার্ক কাজটি শুরু করতে হবে।
লোগো তৈরি করার জন্য আমার টিউটরিয়ার আছে দেখতে পারেন। মনে রাখবেন লোগোটি যেন পিএনজি বা গিফট ফরমেটে হয়,এর জন্য অবশ্য অনলাইনে অনেক সাইট আছে সেখান থেকে তৈরি করতে পারেন।
এখন বলব কেন ওয়াটারমার্ক আপনার চ্যানেলে সেট করবেন কারণ হলো আপনি যদি ভিজিরদের আকৃষ্ট করতে না পারেন তাহলে কিন্তু ভিজিটরা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। তাই আপনি যত পারেন,আপনার চ্যানেল কে পরিপাটি রাখুন,ওয়াটারমার্ক সেটআপ করুন,এমনিতেই ভিজিটর বৃদ্ধি ও সাবস্ক্রাইবার পাবেন।
যারা এখনও ওয়াটারমার্ক সেটআপ করেন নাই,এখুনি দেখে নিন, ভিডিও টিউটরিয়াল করা হয়েছে।
আজকের মত বিদায়, আল্লাহ হাফেজ
•cialis tadalafil
stromectol 6 mg dosage ivermectin cream 5%
https://stromectolgf.com/# stromectol in canada
However, while it has been shown that DfMRI signals are not of vascular origin 12, the method has been controversial 13, 14, and the exact origin of the DfMRI response remains unclear priligy dapoxetine buy
buy lasix without rx Definitions are specified in the protocol and provided readily to data managers and clinical research associates involved in the conduct of the trial