Largest Domain Hosting Market

Domain, Hosting and Information Technology Related Web Site

ইলেক্ট্রনিক্স এর জাদুগিরি [পর্ব-২৫] :: লাইফ গেরান্টি ডিম লাইট ,আপনার রুমের যে কোন বাতি কে রাত্রে ঘুমানোর আগে ডিম লাইট বানিয়ে ফেলুন

আল্লাহ্ ভরসা, টেকটিউনসের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভাল বাসা।
আপনাদের সবার কথা চিন্তা করেই আজকের এই সারকিটটি দিয়ে দিলাম অতি
সহজেই তৈয়ার করুন। নামে মাত্র কয়েকটি পার্স দিয়ে তৈয়ার করা হয়েছ এই
সারকিটটি। দেখলেই বুঝবেন সারকিটটি তৈয়ার করা কত সহজ। আসুন সারকিটটি এক বার দেখে নেই।
আমাদের ঘড়ের ব্যবহার কিত যে কোন ওয়াট এর বাল্ব যেমন 25w-40w-60w-100w-200w- যে কোন ওয়াটের
বাতীকে আপনার ইচ্ছা মত আলোকে কমাতে এবং বাড়াতে পারবেন। যেমন 200w-বাল্ব কে সারকিটে দেয়া ভলিয়মটি
গুরিয়ে একে বারে আলো কমিয়ে ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন । বাজারে যেসব ডিম লাইট কিনতে পাউয়া যায়
এগুলি বেশী দিন টেকে না। কারন বাল্ব এর ওয়াট যত কম হবে পিলামেন্ট ততই চিকন হবে। যে কারনে কম ওয়াটের
বাল্ব গুলী খুব তারা তারি নষ্ট হয়ে যায়। সারকিটটি ব্যবহার করুন । আপনাকে আর ডিম লাইট কিনতে হবেনা।
যে সব বন্ধুরা টেভিল লেম্প ব্যবহার করেন । টেভিল লেম্পেও সারকিটটি ব্যবহর করতে পারবেন।
লেম্পের আলোকে প্রোয়জনে বারাতে এবং কমাতে পারবেন। সারকিটটি বুঝতে যাদের অসুবিধা হয়। নিচে লক্ষ করুন
একটি ট্রায়াক 400/600v=যে কোন নাম্বারের । একটি ড্রায়ক যে কোন নাম্বার। একটি 10k 1w রেজিষ্টর একটি । 470k ভাল কোয়ালিটির
ভলিয়ম কনট্রোল একটি । একটি 0.47 কেপাসিটর । যেভাবে কানেকশান গুলি দেখনু হয়েছে টিক এ ভাবেই কানেকশান গুলি করুন।
সারকিটটি চালু অবস্তায় কোথাও হাত দিবেন না। ভলিয়ামটি গুরানোর জন্য প্লাসটিক এর নব লাগিয়ে নিন বাজারে কিনতে পাউয়া যায়।

Share This:

Leave a Reply

Your email address will not be published.

Domain Hosting Market © 2015