পূর্বের টিউনটি দেখার পর আশা করি আপনারা সবাই প্র্যাক্টিস করেছেন। যেহেতু প্র্যাক্টিসই পারে একজন মানুষকে কোনকিছুতে perfect করে তুলতে। আর সেটি যদি হয় Freelancing এর ক্ষেত্রে তবে প্র্যাকটিস করা তো বাঞ্ছনীয়। কারণ এটা সত্যি যে বর্তমান সময়ে Upwork অথবা যেকোনো মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনিং এর মূল্য অনেক বেশি। তবে আপনি তখনই মার্কেটপ্লেসে ক্যারিয়ার ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবেন। যখন আপনি কাজ জানবেন ভালো করে। আর কাজ জানাই যথেষ্ঠ নয়, প্র্যাকটিস ও করতে হবে। তবে আপনারা যেন খুব সহজে ওয়েব ডিজাইনিং শিখতে পারেন এবং নিজের Career গড়ে তুলতে পারেন সেই জন্যে আমরা আপনাদের জন্যে টিউটোরিয়ালগুলো যথাসম্ভব সহজে বানানোর চেষ্টা করছি যেন আমরা আপনাদের খুব সহজেই বুঝতে পারি এই ওয়েব ডিজাইনিং বিষয়টি।
আজকের টিউটোরিয়ালে যা যা থাকছে:
আমাদের সপ্তম টিউটোরিয়ালে আমরা কিভাবে একটি ওয়েবপেজে form তৈরি করতে পারি এবং internal memory কিভাবে browse করতে পারি সেই সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি একটি ওয়েবপেজের layout সম্পর্কে আলোচনা করেছি যার মাধ্যমে আমরা একটি মানসম্মত ওয়েবপেজ সম্পর্কে ধারণা পাই।